Titas Sadhu: অভিষেকেই ভারতকে সোনা জেতাল বঙ্গ সন্তান তিতাস

পশ্চিমবঙ্গের চুঁচড়ার তরুণ প্রতিভাবান তিতাস সাধুর (Titas Sadhu) দুরন্ত বোলিংয়ের সৌজন্যে ভারতের সোনা জয়। ভারতীয় মহিলা দলের জন্য চলতি এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের পিছনে অন্যতম…

Titas Sadhu

পশ্চিমবঙ্গের চুঁচড়ার তরুণ প্রতিভাবান তিতাস সাধুর (Titas Sadhu) দুরন্ত বোলিংয়ের সৌজন্যে ভারতের সোনা জয়। ভারতীয় মহিলা দলের জন্য চলতি এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের পিছনে অন্যতম কারিগর এই বঙ্গ তনয়া। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচেও করেছিলেন অসাধারণ পারফরম্যান্স। তিনি ছয় রানে দুটি উইকেট নিয়েছিলেন তিনি। জিতেছিলেন ম্যাচ সেরার খেতাব।

পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকভাবে মোট ছয়টি উইকেট নিয়ে তার প্রতিভা প্রদর্শন করেছেন। এশিয়ান গেমস ২০২৩-এর ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় সিনিয়র দলের হয়ে অভিষেক হয় তিতাসের। চার ওভারের ম্যাচ ঘোরানো স্পেলে তিনি মাত্র ছয় রান খরচ করে তিনটি উইকেট যুক্ত করেছেন নিজের নামের পাশে। তিতাসের ফর্মের দরুণ ভারত তাদের স্বল্প রানের পুঁজি রক্ষা করতে সফল হয়েছে।

   

এদিনের ম্যাচে ভারতের হয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কৌর। ওপেনার শেফালি ভার্মার উইকেট পতনের পর স্মৃতি মান্ধানা ও জেমিমা রদ্রিগেজ ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ভারতকে খেলায় ফেরান।

এই সংক্রান্ত আর খবর: Asian Games 2023: ক্রিকেটে প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতল ভারত

৪৫ বলে ৪৬ রান করে পাঁচ বাউন্ডারি ও একটি ছক্কা মেরে ইনোকা রানাবীরার বলে আউট হন মান্ধানা।রদ্রিগেজ ৪০ বলে ৪২ রান করেছিলেন কিন্তু দলের বাকিদের থেকে সেই অর্থে আর সাপোর্ট পাননি তিনি। ধারাবাহিকভাবে উইকেট হারিয়েছে ভারত। রিচা ঘোষ, পূজা বস্ত্রকর এবং অমনজোত কৌর এসে রানের ঢাকা খুব একটা সচল করতে পারেননি।১৬.৪ ওভার শেষে ৩ উইকেটে ১০২ রান থেকে ভারত ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ৭ উইকেটে ১১৬ রান তুলতে সমর্থ হয়। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন উদেশিকা প্রবোধানি, সুগান্দিকা কুমারী ও রানাবীরা।

প্রথম দিকে তিন উইকেট তুলে নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। তিতাস সাধু নতুন বলে দুই ওপেনার চামারি আথাপাথু ও আনুশকা সানজিওয়ানিকে আউট করার পাশাপাশি বিশ্বী গুনারত্নর উইকেট তুলে নেন। যার ফলে ৪.২ ওভারে ১৪ রানে তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। হাসিনি পেরেরা ও নীলাক্ষী ডি সিলভা ৩৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে শ্রীলঙ্কাকে খেলায় ফেরান। রাজেশ্বরী গায়কওয়াদের বলে আউট হওয়ার আগে পেরেরা ২২ বলে ২৫ রান করেন। ৩৪ বলে ২৩ রান করার পর ভাস্ত্রকর ডি সিলভাকে আউট করেন। ২০ ওভার শেষে ৮ উইকেটে ৯৭ রান করে ইনিংস শেষ করে শ্রীলঙ্কা।