Calcutta Football League: গোলমেশিন ডেভিডের জোড়া গোলে জয়ের হ্যাটট্রিক মহামেডানের

কিছুতেই থামানো যাচ্ছে না ডেভিডকে। আবারো গোল করলেন তিনি, জোড়া গোল। শনিবার বৃষ্টি ভেজা ক্লাবের মাঠে ভবানীপুরে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan…

David

কিছুতেই থামানো যাচ্ছে না ডেভিডকে। আবারো গোল করলেন তিনি, জোড়া গোল। শনিবার বৃষ্টি ভেজা ক্লাবের মাঠে ভবানীপুরে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। কলকাতা ফুটবল লীগ (Calcutta Football League) জয়ের প্রবল দবিদার হয়ে উঠল তারা।

Advertisements

এবারের মরসুমের অন্যতম সাড়া জাগানো ফুটবলার ডেভিড। শুধু কলকাতা ফুটবল লীগে প্রায় কুড়িটি গোল হয়ে গেল তার। এছাড়াও দুরান্ড কাপে তার নামের পাশে রয়েছে বেশ কিছু গোল। অপ্রতিরোধ্য ডেভিডের সৌজন্যে বেশিরভাগ ম্যাচ অনায়াসে জিতেছে মহামেডান স্পোর্টিং। কোচ বদল হলেও তার ফর্মে কোনো ছাপ পড়েনি। এদিন তার করা গোল প্রথমে এগিয়ে গিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। পরে, বিরতির আগে ভবানীপুর ফুটবল ক্লাবের জিতেন মুর্মু স্কোরলাইন করেছিলেন ১-১।

   

অন্যান্যবারের মতো এবারেও তারকা খচিত দল গঠন করেছিল ভবানীপুর। কলকাতার নামকরা ক্লাবে খেলা একাধিক অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে ক্লাব। তাই তাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া সাদা কালো ব্রিগেডের পক্ষে খুব একটা সহজ ছিল না। খেলার ১৭ মিনিটে স্যামুয়েলের ক্রস থেকে ম্যাচের প্রথম গোল করেন ডেভিড। বিরতির মিনিট দশেক আগে জিতেন সেই গোল শোধ করেন।

Advertisements

৬৩ মিনিটে রামসঙ্গার বাড়ানো বল থেকে ফের গোল ডেভিডের। এই গোল ম্যাচের ফলাফল নির্ধারণ করেছে। ২-১ গোলে ভবানীপুরের বিরুদ্ধে জয় লাভ মহামেডান স্পোর্টিং ক্লাবের। এর আগে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল ব্ল্যাক প্যান্থাররা। এদিনের ম্যাচে জয়ের সুবাদে ৩৮ ম্যাচ হয়ে গেল মহামেডানের। সুপার সিক্সে তাদের খেলতে হবে আর দুটো ম্যাচ।