শেষ আইএসএল মরশুমে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও যথেষ্ট ঝলমলে থেকেছেন তরুণ উইঙ্গার নাওরেম মহেশ সিং। যারফলে, নতুন মরশুমের আগে থেকেই আইএসএলের একাধিক ক্লাবের নজর ছিল এই মহেশের দিকে। মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে মোহনবাগান সুপারজায়ান্টস দল ও একটা সময় মহেশকে নিতে চেয়েছিল বিপুল অর্থে।
তবে তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই তারকা। অবশেষে গতকাল বিকেলে তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করার ঘোষণা করে দেয় ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যা নিয়ে রীতিমতো খুশির ঝলক দেখা দিয়েছে দলের সমর্থকদের মধ্যে।
দলের সঙ্গে চুক্তি বাড়ানোর পর এই তারকা বলেন, “এটি শুধু আমার ক্লাব নয়। এটা একটা পরিবার। এই দলের হয়েই আমি আমার আইএসএল ক্যারিয়ার শুরু করেছি। তাই এই দলের হয়ে এগিয়ে যেতে আমি যথেষ্ট উৎসাহী। আমি ধন্যবাদ জানাতে চাই ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সকলকে। পাশাপাশি আমাদের দলের কোচ কার্লোস কুয়াদ্রাতকে। যাদের ভরসার কারনে আমি দলের হয়ে খেলতে পারছি। সে ইসঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই আমার সমস্ত টিমমেট সহ সাপোর্টিং স্টাফদের। তাদের সহযোগিতা পেয়ে আমি নিজের সেরাটা দিতে পারছি। “
বর্তমান সময়ে দাঁড়িয়ে লাল-হলুদ ব্রিগেডের অন্যতম ভরসাযোগ্য তারকা নাওরেম মহেশ সিং। তাই তার দিকে নজর ছিল অনেক আগে থেকেই। তাই তাকে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময় নষ্ট করেনি কলকাতার এই প্রধান। সেই অনুসারে চলতি মরশুমের পরে আরও তিনটি মরশুম ময়দানের এই প্রধানের জার্সিতেই খেলতে দেখা যাবে এই তরুণ তারকাকে। আগামীকাল থেকে আইএসএল শুরু করছে ইস্টবেঙ্গল। সব ঠিকঠাক থাকলে মহেশ থাকতে পারেন দলের প্রথম একাদশে।