নয়া আইএসএল (ISL) মরশুমের শুরুতেই বড় জয় মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG) দলের। নির্ধারিত সূচী অনুসারে আজ পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছিল হুয়ান ফেরেন্দোর ছেলেরা। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল কলকাতার এই প্রধান। এদিন ম্যাচের প্রথম থেকেই দেখা মেলে ফর্মেশন বদল।
মূলত হেক্টর থেকে শুরু করে আনোয়ার আলির মতো ফুটবলারদের দলের রক্ষনভাগ সামলাতে দেওয়ার পাশাপাশি অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে আনেন আইএসএল জয়ী কোচ। সাথে দোষড় হয়ে দাঁড়ান আরেক অজি তারকা দিমিত্রি পেট্রতোস। তাতেই আসে সাফল্য। খেলার বয়স যখন ১০ মিনিট ঠিক সেই সময় সাহাল আবদুল সামাদের ডিফেন্স চেড়া পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন কামিন্স।
যারফলে, ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। জবাবে একের পর এক আক্রমণ শানিয়ে ও খুব একটা সুবিধা করতে পারেনি পাঞ্জাব দল। তারপর ৩৫ মিনিটের মাথায় দ্বিতীয় গোল। গোলদাতা দিমিত্রি পেট্রতোস। ফলাফল দাঁড়ায় ২-০ গোল।
Three points to begin the new campaign! Joy Mohun Bagan! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/8TvfbI7oHz
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 23, 2023
প্রথমার্ধের শেষে ওই ব্যবধান নিয়েই এগিয়ে থাকে মোহনবাগান সুপারজায়ান্টস দল। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতেই বারংবার আক্রমণে উঠে আসতে থাকে পাঞ্জাব এফসি। ঠিক সেই সময় গোল করে ব্যবধান কমান লুকা মাজচেন। যারফলে, ফলাফল গিয়ে দাঁড়ায় ২-১ গোল। তবে তা স্থায়ী হয়েনি বেশিক্ষন। ৬৪ মিনিটের মাথায় মাঠে এসে তৃতীয় গোল করে যান মোহনবাগান দলের তারকা মনবীর সিং। নির্ধারিত সময়ের শেষে ৩-১ গোলে ম্যাচ জিতে নেয় মোহনবাগান সুপারজায়ান্টস।