অনন্তনাগ এনকাউন্টারে নিহত লস্কর কমান্ডার উজেইর খান

লস্কর-ই-তৈবা (এলইটি) কমান্ডার উজেইর খানকে মঙ্গলবার অনন্তনাগ এনকাউন্টারের সপ্তম দিনে অন্য জঙ্গিদের সঙ্গে নিকেশ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন এক আধিকারিক। কর্মকর্তারা সন্দেহ করছেন তৃতীয় আরেক…

অনন্তনাগ এনকাউন্টারে নিহত লস্কর কমান্ডার উজেইর খান

লস্কর-ই-তৈবা (এলইটি) কমান্ডার উজেইর খানকে মঙ্গলবার অনন্তনাগ এনকাউন্টারের সপ্তম দিনে অন্য জঙ্গিদের সঙ্গে নিকেশ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন এক আধিকারিক। কর্মকর্তারা সন্দেহ করছেন তৃতীয় আরেক জঙ্গির মৃত্যু হয়েছে, এবং সেই কারণে তার দেহের সন্ধানে অভিযান এখনও অব্যাহত রয়েছে।

Advertisements

এডিজিপি কাশ্মীর পুলিশ বিজয় কুমার বলেছেন, নিরাপত্তা আধিকারিকরা উজেইর খানের দেহ থেকে একটি অস্ত্রও উদ্ধার করেছেন। তার মৃত্যুর সাথে সাথে, সাত দিন ধরে চলা এনকাউন্টার শেষ হয়েছে, যদিও অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে, বলেই জানান তিনি। এডিজিপি পুলিশ বিজয় কুমার আরও বলেন, “এলইটি কমান্ডার উজেইর খানকে নিকেশ করা হয়েছে এবং তার থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া আরেক জঙ্গির দেহ পাওয়া গেছে। অনন্তনাগ এনকাউন্টার শেষ হয়েছে, তবে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।“

Advertisements
   

গত সপ্তাহে বুধবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় লুকিয়ে থাকা জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এডিজিপি পুলিশ বিজয় কুমার জানান, “এখানে একটি বিশাল এলাকা রয়েছে যেখানে খোঁজ করা বাকি রয়েছে। সেখানে প্রচুর অবিস্ফোরিত শেল থাকতে পারে যা উদ্ধার করে ধ্বংস করা হবে। আমরা জনগণকে ওই এলাকায় না যাওয়ার জন্য অনুরোধ করছি।” এডিজিপি বলেন, নিরাপত্তা বাহিনীর কাছে দুই থেকে তিনজন জঙ্গি থাকার খবর ছিল। “তৃতীয় মৃতদেহটি কোথায় থাকতে পারে এমন সম্ভাবনা রয়েছে। অনুসন্ধান শেষ হলে তা জানা যাবে,” কুমার বলেন।