শিয়রে রয়েছে বিধানসভা ভোট। কিন্তু তার আগে একের পর এক চমকের সাক্ষী থাকছে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা। এবারও তার কোনওরকম ব্যতিক্রম ঘটল না। বিধানসভা ভোটের আর হাতেগোনা কয়েকদিন মাত্র বাকি থাকতে আজ বুধবার প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat) ও বজরং পুনিয়া (Bajrang Punia)।
রাহুল গান্ধীর সঙ্গে দুই কুস্তিগীরের বৈঠকের পর তাঁদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আরও প্রবল হয়েছে বলে দাবি করছে বিশিষ্ট মহল। এমনিতে হরিয়ানা বিধানসভা নির্বাচনে এই দুই তারকা কুস্তিগীরকে কংগ্রেস দাঁড় করাতে পারে বলে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল।
এর পাশাপাশি দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেছেন দু’জনে। কংগ্রেস সূত্রে খবর, দু’জনকেই নির্বাচনে দাঁড় করানোর মনস্থির করেছে দল। দুজনেই ক্রীড়া কোটায় সরকারি চাকরিতে আছেন, যেখান থেকে তারা আজই পদত্যাগ করতে পারেন। সূত্রের খবর, হরিয়ানা কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী হিসেবে পরিচিত ভূপিন্দর সিং হুডা শিবিরও দুই ফুটবলারকে নির্বাচনে নামানোর জন্য প্রস্তুত।
কংগ্রেস আজ ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়ার সাথে রাহুল গান্ধীর বৈঠকের একটি ছবি শেয়ার করেছেন। এরপরই কেসি বেণুগোপালের সঙ্গে দেখা করতে যান দু’জনে। ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া এবং সাক্ষী মালিক দীর্ঘদিন ধরে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন।
এই খেলোয়াড়রা যন্তর মন্তরে বসে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। প্রায় এক মাস ধরে আন্দোলনের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আশ্বাসে আন্দোলনের অবসান ঘটান এই ফুটবলাররা। বর্তমানে দিল্লির আদালতে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মামলা চলছে। যাইহোক, এখন এটাই দেখার বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাট কংগ্রেসে যোগদান করেন কিনা।
Wrestlers Vinesh Phogat and Bajrang Punia likely to contest Haryana Assembly elections on Congress ticket; might resign from their posts today: Sources
Vinesh Phogat and Bajrang Punia met Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi. Now they are meeting Congress General Secretary…
— ANI (@ANI) September 4, 2024