‘হিন্দি দিবস’ এর নামে হিন্দি চাপানোর বিরুদ্ধে রাজপথে বাংলা পক্ষের মশাল মিছিল

আজ ১৪ ই সেপ্টেম্বর, হিন্দি দিবস। আজ বাংলায় কালো দিন৷ বাংলা সহ সমস্ত অহিন্দি ভাষার দ্বিতীয় শ্রেণীর হওয়ার দিন। ভারতীয় যুক্ত রাষ্ট্রের কেন্দ্র সরকার হিন্দি…

আজ ১৪ ই সেপ্টেম্বর, হিন্দি দিবস। আজ বাংলায় কালো দিন৷ বাংলা সহ সমস্ত অহিন্দি ভাষার দ্বিতীয় শ্রেণীর হওয়ার দিন। ভারতীয় যুক্ত রাষ্ট্রের কেন্দ্র সরকার হিন্দি ভাষার শুধু ব‍্যবহার ও প্রসারকে উৎসাহিত করতে নয় বরং হিন্দি ভাষা চাপিয়ে দিতে আজকের দিনটিকে বেছে নিয়েছে। শুধু আজকের দিনটিই নয় এক পক্ষকাল ধরে সব কেন্দ্রীয় প্রতিষ্ঠানে “হিন্দি পক্ষ” পালনের নামে প্রশাসনিক থেকে শিক্ষা, সবস্তরেই হিন্দি ব‍্যবহার করতে উৎসাহ করার নামে বাধ‍্য করা হয়। ভারতের মতো একটি বহুভাষিক যুক্তরাষ্ট্রে শুধুমাত্র একটি ভাষার জন‍্য এই উদ‍্যোগ সম্পূর্ণভাবেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী ও অহিন্দি জাতিগুলির মৌলিক অধিকার হরণের হীন প্রচেষ্টা।

ভারতের হিন্দিভাষী অঞ্চল থেকে যে কর আদায় হয়, তার পরিমাণ অহিন্দি জাতিগুলির এলাকা থেকে আদায় হওয়া করের থেকে অনেক কম। অথচ সেই অহিন্দি জাতির করের টাকাতেই রাষ্ট্র জুড়ে হিন্দি ভাষার জন‍্য কোটি কোটি টাকা ব‍্যয় করে উৎসব হচ্ছে। ভারতের সব অহিন্দি জাতির মতোই বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষ এই বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদ করছে।

   

সেই প্রতিবাদের একটি রূপ আজ দেখা গেল কলকাতার রাজপথে মশাল মিছিলের মাধ‍্যমে। বৃষ্টি উপেক্ষা করে মশাল মিছিলে বাঙালির গর্জন দেখলো কলকাতার রাজপথ। বাংলা পক্ষ আজ রবীন্দ্রসদন চত্বর থেকে হাজরা মোড় পর্যন্ত এই মিছিলে অংশ নেন। মিছিলে দাবি ওঠে হিন্দি আগ্রাসন তথা হিন্দি সাম্রাজ‍্যবাদ ধ্বংস করার।

মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সাধারন সম্পাদক অধ‍্যাপক গর্গ চট্টোপাধ‍্যায়। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তথা শীর্ষ পরিষদ সদস‍্য কৌশিক মাইতি, কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চলের সম্পাদক পিন্টু রায়, উত্তর চব্বিশ পরগণা শিল্পাঞ্চলের সম্পাদক মামুদ আলি মন্ডল, উত্তর চব্বিশ পরগণা গ্রামীনের সম্পাদক দেবাশীষ মজুমদার, দক্ষিণ চব্বিশ পরগণার সম্পাদক প্রবাল চক্রবর্তী প্রমুখ।

মিছিল শেষে হাজরা মোড়ের পথসভা থেকে গর্গ চট্টোপাধ‍্যায়, আজকের দিনটিকে সকল অহিন্দি জাতির জন‍্য ‘কালো দিন’ আখ‍্যাদিয়ে বলেন “আজ থেকে প্রতিটা বছর বাংলা জুড়ে ১৪ ই সেপ্টেম্বর দিনটিকে মশাল মিছিল করে কালো দিন হিসাবে পালন করবে। আমাদের টাকায় অর্থাৎ অহিন্দি জাতির টাকায় অহিন্দি জাতির উপর হিন্দি চাপিয়ে দেওয়া চলবে না।

বাংলা ভাষার সমানাধিকার চাই। আমরা হিন্দি বিরোধী না। আমরা হিন্দি সাম্রাজ্যবাদ বিরোধী। আমরা হিন্দি সাম্রাজ্যবাদের নখ -দাঁত উপড়ে দেব। আমরা সকল অহিন্দি জাতি একসঙ্গে লড়াই করছি, লড়াই আরও জোরদার হবে”। কৌশিক মাইতি বলেন ‘” বাংলা পক্ষ হিন্দি ভাষার বিপক্ষে নয়, কিন্তু হিন্দি চাপিয়ে দেওয়ার বিপক্ষে। বিহার, উত্তর প্রদেশে হিন্দি দিবস সাড়ম্বরে পালিত হোক, কিন্তু বাংলা, তামিলনাড়ুর মতো অহিন্দি রাজ‍্যে হিন্দি দিবস পালন মানে আগ্রাসন”।