ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের কথা মাথায় রেখে বিগত কয়েকদিন বন্ধ ছিল প্রিমিয়ার ডিভিশন লিগে (Calcutta League) দুই প্রধানের ম্যাচ। তবে গত ৩ সেপ্টেম্বর ইমামি ইস্টবেঙ্গল দলকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। সেই ঘোর এখনো কাটেনি সবুজ-মেরুন সমর্থকদের।
তবে এসবের মাঝেই এবার ফের প্রিমিয়ার ডিভিশন লিগে খেলতে নামছে মোহনবাগান সুপারজায়ান্টস জুনিয়র দল। প্রথমদিকে পাঠচক্র দলকে হারিয়ে শুরুটা ব্যাপক করলেও পরবর্তীকালে কালীঘাট এমএসের সাথে অমীমাংসিতভাবে ম্যাচ শেষ করার পাশাপাশি সার্দান সমিতির কাছে অপ্রত্যাশিত ভাবে পরাজিত হয় মোহনবাগান। যারফলে, পড়শি ক্লাব তথা ইমামি ইস্টবেঙ্গল দল সুপার সিক্সে স্থান করে নিলেও এখনো পর্যন্ত অনিশ্চিত মোহনবাগান।
বর্তমানে আরও তিনটি ম্যাচ খেলতে হবে তাদেরকে। যার মধ্যে রয়েছে পিয়ারলেস, মহামেডান স্পোর্টিং ও ডায়মন্ডহারবার এফসি। গ্রুপের যা পরিস্থিতি সেক্ষেত্রে সুপার সিক্সে স্থান করে নিতে হলে টানা তিনটি ম্যাচেই জয় পেতে হবে তাদেরকে। সেক্ষেত্রে পিয়ারলেসকে পরাজিত করার পর মহামেডানের বিপক্ষে ডার্বিতে অবতীর্ণ হতে হবে বাস্তব রায়ের ছেলেদের। তবে বাকি দুই ম্যাচ অর্থাৎ মহামেডান ও ডায়মন্ডহারবার বিপক্ষে সময় সূচী এখনো পর্যন্ত প্রকাশিত না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই তা ঘোষণা করার কথা জানানো হয়েছে।
কিন্তু তার আগে আগামী ১০ ই সেপ্টেম্বর নিজেদের ঘরের মাঠে পিয়ারলেসের বিপক্ষে খেলবে টাইসনরা। নিজেদের পুরোনো রীতি বজায় রেখেই ঘরের মাঠে সহজ জয় তুলে নেওয়াই অন্যতম লক্ষ্য সবুজ-মেরুনের।