Neroca FC: নেরোকা এফসিতে যোগ দেওয়ার পথে বিবেক সিং

গতবারের হিরো আইলিগে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি নেরোকা এফসি (Neroca FC)। বহু পরিকল্পনা নিয়ে নিজেদের টুর্নামেন্ট শুরু করলেও কয়েক ম্যাচ পর থেকেই পারফরম্যান্স খারাপ হতে থাকে এই ফুটবল দলের।

Vivek Singh

গতবারের হিরো আইলিগে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি নেরোকা এফসি (Neroca FC)। বহু পরিকল্পনা নিয়ে নিজেদের টুর্নামেন্ট শুরু করলেও কয়েক ম্যাচ পর থেকেই পারফরম্যান্স খারাপ হতে থাকে এই ফুটবল দলের। যারফলে শেষ পর্যন্ত লিগের নির্ধারিত ২২ ম্যাচের শেষে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে থেকেই শেষ করতে হয়েছে নিজেদের অভিযান। যা নিয়ে হতাশ সকলেই।

Advertisements

এই পরিস্থিতি থেকে নয়া মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া নেরোকা এফসি। সেইমতো দলের ক্ষেত্রে একাধিক বদল আনতে চলেছে এবার। সেক্ষেত্রে একাধিক বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলারদের ক্ষেত্রে ও এসেছে বদল।

   

যতদূর জানা গিয়েছে, নয়া এই ফুটবল মরশুমের জন্য এবার দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন বিবেক সিং। একটা সময় ইস্টবেঙ্গল যুব দল থেকে উঠে এসেছিলেন তিনি। দলের জার্সিতে খেলেছেন একাধিক ফুটবল ম্যাচ। তারপর এবারের এই কলকাতা ফুটবল লিগে খিদিরপুর দলের হয়ে ও আক্রমণভাগ সামলাতে দেখা গিয়েছিল তাকে। সেখান থেকেই এবার নয়া ফুটবল মরশুমের জন্য এবার তাকে দলে তুলে নিচ্ছে নেরোকা এফসি। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো কিছু ঘোষণা না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।

Advertisements

বলাবাহুল্য, এবারের এই ফুটবল মরশুমে বিশেষ করে কলকাতা লিগে প্রতিপক্ষ দলের উপর যথেষ্ট প্রভাব সৃষ্টি করেছে খিদিরপুর এফসি। সুপার সিক্সের লড়াইয়ে থেকে পরবর্তী নিজেদের দলের সাফল্য আনতে আরও বেশি তৎপরতা দেখা দিয়েছে দলের মধ্যে। এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিবেক সিং। এবার হয়ত তিনি খেলবেন দেশের দ্বিতীয় ডিভিশন লিগ তথা হিরো আইলিগে।