সকাল ৭টায় শুরু হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। সকাল ৯ পর্যন্ত ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ১৭ শতাংশ। ধূপগুড়িতে রয়েছে মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মাঝে চলছে ভোটগ্রহণ পর্ব। নির্বাচনের দু-দিন আগেই ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করেন মিতালী রায়। আজ মঙ্গলবার বিজেপি-তে যোগদানের পর প্রথম ভোট ছিল মিতালীর।
সাংবাদিকদের মিতালী রায় বলেন, “নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে এটা আমার প্রথম মহড়া। পঞ্চায়েত নির্বাচনে যা ঘটেছে মানুষ বিতশ্রদ্ধ। কেন্দ্রীয় বাহিনী থাকায় মানুষ নিজের ভোট দিতে পারবেন।”
উত্তরবঙ্গের এই বিধানসভায় লড়াই এবার ত্রিমুখী কারণ লড়াইয়ে নেমেছে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। ২০২১ বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়।
উল্লেখ্য, উপ নির্বাচনের ২ দিনে আগে রবিবার ২০২১-এ পরাজিত তৃণমূল প্রার্থী মিতালি রায় যোগ দেন বিজেপিতে। ধূপগুড়ি বিধানসভার ফলাফল জানা যাবে ৮ সেপ্টেম্বর।
#WATCH | Jalpaiguri, West Bengal: Voting for Dhupguri Assembly by-polls to begin shortly pic.twitter.com/K3MeBk0NzF
— ANI (@ANI) September 5, 2023