East Bengal: ফাইনালে হারার পর ‘বিষ্ফোরক’ লাল-হলুদ গোলরক্ষক

গত মরশুমে ধরাশায়ী পারফরম্যান্সের পর এবারের এই নয়া ফুটবল মরশুমের শুরু থেকেই যথেষ্ট দাপট দেখিয়েছে লাল-হলুদ (East Bengal) ব্রিগেড।

Prabhsukhan Singh Gill

গত মরশুমে ধরাশায়ী পারফরম্যান্সের পর এবারের এই নয়া ফুটবল মরশুমের শুরু থেকেই যথেষ্ট দাপট দেখিয়েছে লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। প্রথম ম্যাচে বাংলাদেশ সেনার বিপক্ষে অমীমাংসিতভাবে ম্যাচ শেষ করলেও পরবর্তীতে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলকে হারিয়ে নিজেদের ছন্দে ফেরে লাল-হলুদ। তারপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাব এফসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইস্টবেঙ্গল। সেখান থেকে কোয়ার্টার ফাইনাল ও অনবদ্য লড়াই করে সেমিফাইনাল জেতার পর ফাইনালে উঠে আসে দল।

Advertisements

তবে শেষ রক্ষা হয়নি। ডুরান্ড কাপের শেষ ম্যাচে সেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব তথা মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছেই ১-০ গোলের ব্যবধানে পরাজিত হতে হয় ময়দানের এই প্রধানকে। আসলে ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত গোলশূন্য পরিস্থিতি থাকলেও পরবর্তীতে চাপ বাড়াতে শুরু করে মোহনবাগান।

   

তারপর ঠিক ৭০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন বাগান তারকা দিমিত্রি পেট্রতোস। তারপর আর সমতায় ফেরা সম্ভব হয়নি লাল-হলুদের। শেষ পর্যন্ত ওই গোলের ব্যবধানেই ডুরান্ড কাপ নিশ্চিত করে সবুজ-মেরুন শিবির। যা নিয়ে বর্তমানে খুশির আমেজ সমর্থকদের মধ্যে। তবে টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও বাকযুদ্ধ যেন কিছুতেই থামতে চাইছে না দুই প্রধানের কোচদের।

Advertisements

এসবের মাঝেই এবার ফাইনালের পরেরদিন ডুরান্ড কাপ নিয়ে বিষ্ফোরক মন্তব্য করে বসলেন লাল-হলুদের নয়া গোলরক্ষক প্রভসুখন সিং গিল। বাগান সমর্থকদের খোঁচা দিয়ে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে তিনি লেখেন, “আর্নড, নট গিভেন।” উপরে রানার্স আপের একটি ব্যানার। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রেফারির সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল ডুরান্ড ক্লাব গুলির। এক্ষেত্রে মোহনবাগানের পক্ষে পেনাল্টি দেওয়ার প্রসঙ্গ ও উঠে আসে প্রবলভাবে। এবার সেটাই কিছুটা উষ্কে দিলেন প্রভসুখন গিল।