East Bengal: আহত সমর্থকদের চিকিৎসার দায়িত্ব নিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব

গতকাল ইমামি ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে ডুরান্ড কাপ জয় করেছে ময়দানের আরেক প্রধান তথা মোহনবাগান সুপারজায়ান্টস।

East Bengal

গতকাল ইমামি ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে ডুরান্ড কাপ জয় করেছে ময়দানের আরেক প্রধান তথা মোহনবাগান সুপারজায়ান্টস। এবারের টুর্নামেন্টের শুরুটা যথেষ্ট মধুর হলেও পরবর্তীকালে ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার মতো সম্ভাবনা দেখা দিলেও পরবর্তীকালে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে মোহনবাগান।

সেখানে শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারিয়ে সেমিফাইনাল রাউন্ড। তারপর এফসি গোয়া দলকে হারিয়ে ফাইনাল। টুর্নামেন্টের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ড জয় করে সবুজ-মেরুন ব্রিগেড। যা নিয়ে খুশি আপামর মোহনবাগান জনতা।

   

অন্যদিকে, হতাশায় ভুগতে দেখা যায় লাল-হলুদ জনতাকে। আসলে গত চারটে বছরের মধ্যে এবার যথেষ্ট শক্তিশালী দল বানিয়েছে ইস্টবেঙ্গল। খেলোয়াড়দের পারফরম্যান্স ও ছিল যথেষ্ট ভালো। তাই ট্রফি হাতছাড়া হওয়ার বেদনা কিছুতেই যেন লাঘব করতে পারছিলেন না দলের সমর্থকরা। এসবের মাঝেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকদের সঙ্গে বিতর্কে জড়ায় লাল-হলুদ সমর্থকরা।

উভয় পক্ষের বাক যুদ্ধের পাশাপাশি একটা সময় শুরু হয় হাতাহাতি। যারফলে, আহত হয় দুই প্রধানের বহু সমর্থক। যা নিয়ে নিন্দের ঝড় বইতে শুরু করে সর্বত্র। এই নিয়েই আজ বিকেলে সাংবাদিক বৈঠক করে লাল-হলুদ শিবির।

যেখানে গতকালের ঘটনায় আক্রান্ত হওয়া সকল লাল-হলুদ সমর্থকদের আগামী বুধ ও বৃহস্পতিবার বিকেলে ক্লাবে আসার আহবান জানানো হয়েছে। এক্ষেত্রে সেই সকল সমর্থকদের আপৎকালীন চিকিৎসার সমস্ত দায় দায়িত্ব ক্লাবের তরফ থেকে বহন করার কথা ও বলা হয়েছে। পাশাপাশি প্রত্যেক ডার্বির শেষে এমনতর ঘটনা এড়ানোর জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার কথাও শোনা গিয়েছে।