একুশ বছর বয়সী বিদেশিকে সই করাতে পারে ISL ক্লাব

অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে নতুন বিদেশি ফুটবলারকে চূড়ান্ত করতে পারে ইন্ডিয়ান সুপার লীগের (ISL) ক্লাব কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।

caleb watts

short-samachar

অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে নতুন বিদেশি ফুটবলারকে চূড়ান্ত করতে পারে ইন্ডিয়ান সুপার লীগের (ISL) ক্লাব কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সোমবার সন্ধ্যায় এই সম্ভাবনার কথা জানা গিয়েছে। প্রিমিয়ার লীগে খেলার অভিজ্ঞতা রয়েছে তরুণ এই বিদেশি ফুটবলারের।

   

ফুটবল প্রেমীদের আলোচনায় উঠে এসেছেন Caleb Watts। ইংল্যান্ডের প্রিমিয়ার লীগে খেলার অভিজ্ঞতা রয়েছে তরুণ এই খেলোয়াড়ের। ইংল্যান্ডে জন্ম হলেও খেলেছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন বয়স ভিত্তিক জাতীয় দলে। ক্যালেবের সঙ্গে কেরালা ব্লাস্টার্সের সই পাকা হলেও এশিয়ান কোটার বিদেশি নিশ্চিত করবে ক্লাব, এমনটাই জানা গিয়েছে সম্প্রতি।

Caleb Watts একুশ বছর বয়সী ফুটবলার। খেলেছেন ইংল্যান্ডের নাম করা ক্লাব সাউদাম্পটনের হয়ে। ক্লাবের সিনিয়র স্কোয়াডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। প্রিমিয়ার লীগে খেলেছেন একাধিক ম্যাচ। তবে বেশিরভাগ সময় লোনে কাটিয়েছেন অন্য ক্লাবে। ২০২১-২২ ও ২০২২-২৩ মরসুমে লীগ টুয়ের একাধিক ক্লাবে লোনে যোগ দিয়েছেন তিনি। ২০২২-২৩ মরসুমে প্রায় পঁচিশটি ম্যাচ খেলেছেন মোরক্যাম্বের হয়ে। একাধিক গোল রয়েছে Caleb Watts এর নামের পাশে।

বয়সে তরুণ হওয়ায় সম্ভাবনা অনেক বেশি। ভারতীয় ক্লাবের সঙ্গে চুক্তি চূড়ান্ত রূপ নিলে সেটা হবে বেশ চমকপ্রদ। তরুণ বিদেশি ফুটবলার মাঠে নেমে কেমন পারফরম্যান্স তুলে ধরেন সে দিকে চোখ থাকবে ফুটবল প্রেমীদের। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন Caleb Watts।