Kerala Blasters: এফসি গোয়ার এই তারকা ফুটবলারকে এবার চূড়ান্ত করল কেরালা

নতুন আইএসএল মরশুমের কথা মাথায় রেখে গত সুপার কাপের পর থেকেই দল গঠনের কাজ শুরু করে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)

Aiban Dohling

নতুন আইএসএল মরশুমের কথা মাথায় রেখে গত সুপার কাপের পর থেকেই দল গঠনের কাজ শুরু করে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেইমতো প্রথমদিকে সকলকে চমকে দিয়ে বেঙ্গালুরু এফসি দলের অন্যতম তারকা ফুটবলার প্রবীর দাসকে দলে টেনে নেয় দক্ষিণের এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় চমক থাকে সকলের কাছে।

উল্লেখ্য, গত আইএসএল সিজনে এই দলের বিপক্ষে বিতর্কিত কোয়ার্টার ফাইনালে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের। সেজন্য এই দলের ভিতরে ভাঙন ধরিয়ে কিছুটা হলেও যেন তৃপ্তি পায় কেরল সমর্থকরা। তার ঠিক কিছু মাস পরেই এটিকে মোহনবাগান দলের অধিনায়ক প্রীতম কোটালকে ও সোয়াপ ডিলের মাধ্যমে দলে টেনে নেয় কেরালা ব্লাস্টার্স। তার বদলে সাহাল আবদুল সামাদকে ছাড়তে হয় গতবারের এই আইএসএল জয়ী দলে।

তাই এবারের এই নয়া আইএসএল মরশুমে আদ্রিয়ান লুনাদের সাথেই খেলতে দেখা যাবে এই দুই বাঙালি ফুটবলারকে। তবে শুধু দেশিয় ফুটবলার নয়। বিদেশি নির্বাচনের ক্ষেত্রে ও যথেষ্ট চমক দিচ্ছে কেরল ম্যানেজমেন্ট। গত কয়েকদিন আগেই মিলোসকে দলের সাথে যুক্ত করে আইএসএলের এই দাপুটে দল। তবে সেখানেই শেষ নয়।

পরবর্তীতে আরও দীর্ঘ হয় এই বিদেশি ফুটবলারদের তালিকা। যার মধ্যে কয়েকদিন আগেই আসেন ব্রুস কামাউ। একটা সময় অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ২৩ ফুটবল দল থেকে সকলের নজরে আসেন তিনি। পরবর্তীতে দেশ-বিদেশের একাধিক ক্লাবে খেলে অবশেষে এবার আসেন ভারতের এই ক্লাবে।

তবে এবার ডুরান্ড কাপের এই অন্তিম লগ্নে এসে এফসি গোয়া দল থেকে এক তারকা ফুটবলারকে ছিনিয়ে নিতে চলেছে কেরালা। তিনি আইবান দোহলিং। যতদূর জানা গিয়েছে, ৮০ লক্ষ টাকা ট্রান্সফার ফি দিয়ে এই ফুটবলারকে দলে টানছে ইভান ভুকোমানোভিচের দল। তবে এখনো পর্যন্ত কথাবার্তা চূড়ান্ত থাকলেও বাকি রয়েছে সইসাবুদ পর্ব। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই তা সম্পন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মনে করা হচ্ছে, আগামী দুইটি ফুটবল মরশুমের জন্য এবার কেরালার জার্সিতে খেলবেন এই তারকা ফুটবলার।