Bangladesh: ড: ইউনূসকে বিরক্ত না করতে শতাধিক নোবেল জয়ীর চিঠির ধাক্কায় বেসামাল হাসিনা

বেনজির চিঠি। চিঠিতে শতাধিক নোবেল জয়ী ব্যত্তিত্ব সরাসরি বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর দেশের আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু উপায়ে করানোর আর্জি জানালেন।

Muhammad Yunus Sheikh Hasina

বেনজির চিঠি। চিঠিতে শতাধিক নোবেল জয়ী ব্যত্তিত্ব সরাসরি বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর দেশের আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু উপায়ে করানোর আর্জি জানালেন। এই চিঠিতেই আবার বাংলাদেশের নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনূসকে আইনি হয়রানি থেকে দূরে রাখারও আবেদন করা হয়েছে।

চিঠিতে স্বাক্ষরকারীদের তালিকায় আছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামা, রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন, সাহিত্যিক ওরহান পামুক সহ আরও বহুজন বিশিষ্টরা। কমপক্ষে ১৬০ জন বিশ্বখ্যাত ব্যক্তিত্ব ও নোবেলজয়ীদের এই চিঠির ধাক্কায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র বিতর্কের মধ্যে। বিশ্বজুড়ে ছড়িয়েছে আলোড়ন।

শ্রমিকদের মুনাফার টাকা না দিয়ে পাচারের অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা দায়ের হয়েছে। সোমবার ১৮ জন শ্রমিক ঢাকার শ্রম আদালতে এই মামলা করেন।আগামী ১৬ অক্টোবরের মধ্যে শ্রমিকদের করা এ মামলায় সমনের জবাব দিতে হবে ড. ইউনূসকে। এই সংবাদে বিশ্বজুড়ে ছড়ায় আলোড়ন।

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি পাঠিয়েছেন নোবেলজয়ীরা।মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর জনসংযোগ প্রতিষ্ঠান সিজিয়ন পিআর নিউজওয়্যার তাদের ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করেছে। এতে লেখা হয়, ড.ইউনূস যে কাজ করেন, তাসবার জন্য প্রেরণাদায়ক। সামাজিক ব্যবসা কীভাবে আন্তর্জাতিক অগ্রগতি আনতে পারে সেটা তিনি করে দেখিয়েছেন।

এই চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে বারাক ওবামা, হুয়ান ম্যানুয়েল সান্তোস সহ ১৪ জন শান্তিতে নোবেল বিজয়ী, ওরহান পামুক সহ ৪ জন সাহিত্যে নোবেল জয়ী, জোসেফ স্টিগলিৎজ সহ অর্থনীতিতে নোবেল বিজয়ী আছেন ৭ জন। এছাড়া রসায়নে ২৮ জন নোবেল বিজয়ী, চিকিৎসাশাস্ত্রে ২৯ জন এবং পদার্থবিজ্ঞানে ২২ জন নোবেল জয়ীর স্বাক্ষর রয়েছে। চিঠিতে স্বাক্ষরকারীদের তালিকায় আছেন রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিনটন বিভিন্ন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, শীর্ষ শিল্পপতি, সেনা কমান্ডার ব্যক্তিরা রয়েছেন।

শেখ হাসিনাকে লেখা নজিরবিহীন চিঠিতে যেমন লেখা ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের প্রশংসনীয় অগ্রগতি তেমনই উল্লেখ করা হয়েছে মানবাধিকার ও গণতন্ত্রে আঘাতের অভিযোগ। বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করানোর দাবি জানানো হয়। লেখা হয়েছে বিগত দুটি নির্বাচনের বৈধতার ঘাটতি ছিল।