আজ বিকেলেই ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। বলতে গেলে এবার হয়ত এই টুর্নামেন্টের সবচেয়ে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হচ্ছে শুভাশিসদের। তাছাড়া মুম্বাই সিটি এফসির বিপক্ষে খুব একটা ভালো পারফরম্যান্স নেই মেরিনার্সদের।
হিরো আইএসএলের মঞ্চে অংশগ্রহণ করার পর থেকে এখনো পর্যন্ত সিটি গ্রুপের এই ফুটবল দলকে হারাতে পারেনি মোহনবাগান। তবে এবার সেই অসাধ্য সাধন করতেই হবে হুয়ান ফেরেন্দোর ছেলেদের। নাহলে যে এবার টুর্নামেন্টে থেকেই ছিটকে যেতে হবে কলকাতার এই প্রধানকে। তাই গত বৃহস্পতিবার থেকেই ফুটবলারদের নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন ফেরেন্দো। প্রতিপক্ষ হিসেবে মুম্বাই সিটি এফসি এবার ও ভয়ঙ্কর হলেও তাদের আটকে দিয়েই ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠতে চান হুগো বুমোসরা।
তবে এক্ষেত্রে যথেষ্ট চিন্তায় ফেলেছিল অজি ফুটবলারদের চোট। চোটের কবলে পড়তে হয়েছিল ব্রান্ডন হ্যামিল ও দিমিত্রি পেট্রতোসের মতো ফুটবলারদের। যারফলে, এএফসি কাপের প্রিলিমিনারি ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে খেলতে পারেননি দুই ফুটবলারদের কেউ। এমনকি অনুশীলনের প্রথমদিন অর্থাৎ গত বৃহস্পতিবার মাঠে উপস্থিত ও ছিলেন না দিমিত্রি পেট্রতোস। তবে বর্তমানে অনেকটাই ফিট হয়ে উঠেছেন তিনি। শেষ অনুশীলনে ব্রান্ডন হ্যামিল নিজের মতো করে অনুশীলন করলেও মূল দলের সাথে অনুশীলন করেন দিমিত্রি পেট্রতোস। আগের তুলনায় এবার অনেকটাই যে ফিট হয়ে গিয়েছেন এই তারকা ফুটবলার, তা পরিষ্কার।
It’s Quarter Final Matchday at VYBK against Mumbai City! Joy Mohun Bagan! 💪💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/uC9cpwabTa
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 27, 2023
তাহলে কি এবার দিমিত্রি পেট্রতোসকে রেখেই প্রথম একাদশ সাজাবেন ফেরেন্দো? সেই জল্পনাই দেখা দিয়েছে এবার। তবে পেট্রতোস থাকলেও প্রথম একাদশে থাকার সম্ভাবনা অনেকটাই কম ব্রান্ডন হ্যামিলের। জানা গিয়েছে, এখনো অনেকটাই চোট রয়ে গিয়েছে ওই তারকা ফুটবলারের। তবে আজ মুম্বাই ম্যাচে দিমিকে শুরু থেকে দেখা গেলে অবাক হওয়ার কোনো কারন নেই মেরিনার্সদের।