Mohun Bagan: মুম্বই সিটি এফসির বিরুদ্ধে অনিশ্চিত বাগানের বিদেশি ফুটবলার

মরণ বাঁচন ম্যাচ। হারলেই বিদায়। মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি (Mumbai City FC)।

Brandon Hamil

মরণ বাঁচন ম্যাচ। হারলেই বিদায়। মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। মুম্বইয়ের এই দলের বিরুদ্ধে বাগানের ট্র্যাক রেকর্ড মোটেও ভালো নয়। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বলা গড়ানোর আগে অনিশ্চিত মোহন বাগান সুপার জায়ান্টের এক বিদেশি ফুটবলার।

আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে মোহন বাগান সুপার জায়ান্টের বিদেশি ফুটবলার ব্র্যান্ডন হামিলকে কেন্দ্র করে। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের চোট খুব একটা হালকাভাবে নেওয়ার মতো নয়। সম্প্রতি তাকে খোঁড়াতে দেখা গিয়েছিল। মূল দলের সঙ্গে গতকালও অনুশীলন করেননি। আলাদা করে ফিটনেস ট্রেনিং করেছিলেন ব্র্যান্ডন হামিল। তিনি যে মাঠে নামার মতো পরিস্থিতিতে নেই সেটা সহজে অনুমান করা যায়। ফলে এদিনের ম্যাচে প্রথম একাদশে এই ডিফেন্ডারকে মাঠে দেখতে না পাওয়ার সম্ভাবনা বেশি। রিজার্ভ বেঞ্চে রাখা হবে কি না সেটাও নিশ্চিত করে এখন বলা যাচ্ছে না।

AFC প্রতিযোগিতার মূল পর্বে প্রবেশ করার আগে বাংলাদেশের ঢাকা আবাহনীর বাধা অতিক্রম করতে হয়েছিল মোহন বাগান সুপার জায়ান্টকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে ছিলেন না ব্র্যান্ডন হামিল। রিজার্ভ বেঞ্চেও রাখা হয়নি তাকে। মাত্র একদিনের ব্যবধানে শিবিরে সঙ্গে যোগ দেওয়া নবাগত বিদেশি হেক্টর ইয়ুস্তেকে মাঠে নামানো হয়েছিল শুরু থেকে।

নিরাশ করেননি অভিজ্ঞ হেক্টর। হামিল ফিট না হওয়া পর্যন্ত হেক্টর ইয়ুস্তের কাঁধে থাকবে গুরু দায়িত্ব। Durand Cup-এর জন্য শেষ মুহূর্তে তার নাম নথিভুক্ত করিয়েছে ক্লাব। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হয়তো বাগানের ব্যাক লাইনে দেখা যাবে হেক্টর ইয়ুস্তে ও আনোয়ার আলি জুটিকে।