বরাবরই শক্তিশালী দল গড়ার জন্য পরিচিত মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। এবারেও বেশ ভালো দল তারা গঠন করেছে। চলতি ট্রান্সফার উইন্ডোতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একাধিক ফুটবলারকে চূড়ান্ত করতে পেরেছে ভারতীয় ক্লাবগুলো। যার ফলে বিশ্ব ফুটবলে নতুন করে আলোচনায় উঠে এসেছে ভারত।
সম্প্রতি মুম্বই সিটি এফসিকে নিয়ে প্রকাশ্যে এসেছে দল গঠন সম্পর্কিত একটি খবর। ইউক্রেনের এক ফুটবলারকে দলে নেওয়ার চেষ্টায় ছিল বাণিজ্য নগরীর এই ফ্র্যাঞ্চাইজি ক্লাব। Ivan Kalyuzhnyi – কে দলে নেওয়ার জন্য মুম্বই চেষ্টা করেছিল বলে জানা গিয়েছে। ইভান ইতিমধ্যে ভারতে খেলেছেন। গত মরসুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছিলেন ইন্ডিয়ান সুপার লীগ। অল্প সময়ের মধ্যে ক্লাবের সমর্থকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।
জানা গিয়েছে, Ivan Kalyuzhnyi – কে দলে নেওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল একাধিক ক্লাব। ইউরোপের একাধিক ক্লাবের প্রস্তাব ছিল তার কাছে। ২৫ বছর বয়সী এই ফুটবলারকে দলে নেওয়ার দৌড়ে ছিল মুম্বই সিটি এফসি। শেষ পর্যন্ত তিনি বেছে নিয়েছেন FC Oleksandriya -কে। ২০২১ সাল থেকে খাতায় কলমে তিনি এই ক্লাবের ফুটবলার। লোনে গিয়েছেন একাধিক ক্লাবে।
Ivan Kalyuzhnyi🇺🇦 to stay with FC Oleksandriya this season. The 25-year Ukrainian had some options on the table after his loan stint #KBFC which includes Europen clubs and CFG's Indian side Mumbai City FC 🔵🇮🇳#IndianFootball #Transfers #ISL #HalfwayFooball #MCFC #Exclusive pic.twitter.com/IBHNsTjxyj
— Anson Jaison (@ansonjaison_3) August 22, 2023