নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মিজোরামে মৃত কমপক্ষে ১৭ জন শ্রমিক। নিহতরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাদের পরিচয় থেকে জানা গেছে মালদা (Malda) জেলার পু়খুরিয়া থানার কয়েকটি গ্রামের বাসিন্দা ছিলেন শ্রমিকরা। সুদূর মিজোরাম থেকে তাদের মৃত্যুর খবর এসেছে মালদায়। স্তম্ভিত জেলা প্রশাসন। জানা গেছে, নিহতদের ১১ জনই পুখুরিয়া থানা এলাকার কাকলামারির চৌদুয়ার গ্রামের বাসিন্দা।
জেলা প্রশাসন সূত্রে খবর, সকলেই মিজোরামে রেল সেতু তৈরির কাজে গিয়েছিলেন। মিজোরাম সরকার জানিয়েছে, আইজলের কাছে সাইরাং এলাকায় নির্মীয়মাণ ওই রেল সেতু ভেঙে পড়ে। এদিন সেতুর কাজ করছিলেন যারা, তাদের অনেকেই সেতুর নিচে চাপা পড়েন। চলছে উদ্ধার কাজ। আইজলের কাছে কুরুং নদীর উপর নির্মিত সেতুটি বৈরাবি এবং সাইরাং রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত।
ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে 104 মিটার উঁচু এই রেল সেতু বানানো নিয়ে প্রযুক্তির সাফল্য বলে বারবার দাবি করেছিল বিজেপি নেতৃত্বে এনডিএ সরকার। উচ্ছসিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। বলা হয়েছিল, সেতুটি দিয়ে রেল যোগাযোগে দুর্গম উত্তর পূর্বাঞ্চলকে নতুন দিশা দেখানো হল। সম্পূর্ণ তৈরি হওয়ার আগে এদিন সেই সেতু ভেঙে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নিহত ও আহতদের পরিবারের পাশে আছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, মিজেরাম সরকারের সাথে যোগাযোগ করে নিহতদের দেহ আনার ব্যবস্থা করা হচ্ছে।
মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা বলেছেন, উদ্ধারকাজ পুরোদমে চলছে। মর্মান্তিক ঘটনায় গভীরভাবে শোকাহত। আমি সমস্ত শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য যারা প্রচুর সংখ্যায় বেরিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।