গতবার আইএসএল চ্যাম্পিয়ন হলেও বেশকিছু সমস্যা থেকে গিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) দলের অন্দরে। ম্যাকহিউ থেকে শুরু করে হুগো বুমোস কিংবা দিমিত্রি পেট্রতোস দলে থাকলেও একজন দক্ষ সেন্টার ফরোয়ার্ডের অভাব ছিল গোটা মরশুম। যারফলে, বহু ম্যাচে পয়েন্ট নষ্ট করেই করেই মাঠ ছাড়তে হয়েছিল মেরিনার্সদের।
সেই সমস্যা মেটানোর জন্যই এবার বেশকিছু তারকা ফুটবলারকে দলের সঙ্গে যুক্ত করে ম্যানেজমেন্ট। যাদের মধ্যে রয়েছেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে ইউরোপা লিগ খেলা তারকা আর্মান্দো সাদিকু। তবে শুধু বিদেশি ফুটবলারই নয়। দেশিয় ফুটবলারদের মধ্যেও জাতীয় দলের একাধিক তারকাকে দলে যুক্ত করে বাগান ম্যানেজমেন্ট। যাদের মধ্যে রয়েছেন অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে সাহাল আবদুল সামাদ সহ আনোয়ার আলির মতো তারকা। চলতি মরশুমে এদের সামনে রেখেই সাফল্য পেতে চাইছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো।
আসন্ন হিরো আইএসএলের পাশাপাশি এএফসি কাপে ও ভালো পারফরম্যান্স করতে মরিয়া মোহনবাগান সুপারজায়ান্টস। সেজন্য এবার এই তারকাখচিত দলের উপরেই ভরসা রাখছে সকলে। তবে শুধু সিনিয়র দল নয়। জুনিয়র দলের কথা মাথায় রেখে বর্তমানে বেশকিছু প্রতিভাবানদের দলে টেনেছে সবুজ-মেরুন ব্রিগেড। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে রোহন সিংয়ের নাম।
একটা সময় লাল-হলুদ জার্সিতে দলের রক্ষনভাগ সামলেছেন এই প্রতিভাবান ফুটবলার। পরবর্তীতে তাকে রিলিজ করে দেওয়া হলেও বর্তমান সময়ে দাঁড়িয়ে তার পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছে সকলের। সেইজন্য এবার দীর্ঘমেয়াদী লোনের ভিত্তিতে এবার এফএ অ্যাকাডেমি থেকে তাকে দলে টানল পালতোলা নৌকা ব্রিগেড।
মূলত কলকাতা লিগের মতো ফুটবল টুর্নামেন্ট দলের শক্তি বৃদ্ধির জন্য এবার এই ফুটবলারকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদূর জানা গিয়েছে, পরবর্তীতে বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোর নির্দেশ আসলেই সিনিয়র দলে প্রোমোট করা হতে পারে এই তরুণ ফুটবলারকে। বলাবাহুল্য, এবারের এই কলকাতা ফুটবল লিগে যথেষ্ট ছন্দে রয়েছে মোহনবাগানের জুনিয়র দল। কয়েকটি ম্যাচে আটকে গেলেও এখনো পর্যন্ত অপরাজিত থেকে সুপার সিক্সের রাস্তা প্রশস্ত করেছে বাস্তব রায়ের ছেলেরা। এই পরিস্থিতিতে নয়া ডিফেন্ডারের আগমন দলকে যে আরও শক্তিশালী করতে চলেছে তা বলাই চলে।