Md Habib:⁩ ভারতীয় ফুটবলের বড়ে মিঞা মহম্মদ হাবিব প্রয়াত

কলকাতার ময়দান মানেই বড় ম্যাচ। আর বড় ম্যাচ মানেই হাবিবের জাদু। ময়দানের জাদুকর বড়ে মিঞা মহম্মদ হাবিব (Md Habib) প্রয়াত। Advertisements ৬০-৭০ দশকের কিংবদন্তি ভারতীয়…

Md Habib:⁩ ভারতীয় ফুটবলের বড়ে মিঞা মহম্মদ হাবিব প্রয়াত

কলকাতার ময়দান মানেই বড় ম্যাচ। আর বড় ম্যাচ মানেই হাবিবের জাদু। ময়দানের জাদুকর বড়ে মিঞা মহম্মদ হাবিব (Md Habib) প্রয়াত।

Advertisements

৬০-৭০ দশকের কিংবদন্তি ভারতীয় ফুটবলার মহম্মদ হাবিব। হায়দরাবাদে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি কলকাতার তিন প্রধান মোহনবাগান, মহমেডান ও ইস্টবেঙ্গলে খেলেছিলেন। বার্ধক্যজনিত কারণে ৭৪ বছর বয়সে প্রয়াত হাবিব।

   

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন হাবিব। এদিন তাঁর প্রয়াণ সংবাদ হায়দরাবাদ থেকে আসে কলকাতায়। ময়দানের ফুটবল মহলে নেমে আসে শোক। ময়দানের হাবিব আর নেই জেনে প্রাক্তন ফুটবলার ও গুণমুগ্ধ প্রবীণরা শোকাতুর।

Advertisements

উত্তাল ষাট ও সত্তর দশকের বাংলা। কলকাতার রাজপথে রাজনৈতিক সংঘর্ষ ও গণআন্দোলনের ঝড় চলছিল। সেই সময় ময়দানেও ফুটবল ঝড় উঠত। তেমনই এক ঝড়ের নাম হাবিব। কখনও সাদা কালো, কখনও লাল হলুদ তো কখনও সবুজ মেরুণ জার্সিতে ময়দান কাঁপানো হাবিবে মুগ্ধ বাঙালি ফুটবল প্রেমীরা। তবে খেলা ছিল পেশা। সেই পেশায় পূর্ন আস্থা রেখে তিন দলের হয়েই ফুটবল জাদু দেখিয়েছিলেন হাবিব। অবসর নিয়ে ফিরে গেছিলেন হায়দরাবাদে। সেখানেই স্বাধীনতা দিবসের দিন তিনি প্রয়াত হলেন।