Jawan: কোন শাহরুখ ভক্ত করল জওয়ানের ভিডিও চুরি? তদন্তে পুলিশ

বলিউডের বাদশা বলা হয় শাহরুখ খানকে। (Shah Rukh Khan) আগামী মাসে শাহরুখ আসছেন জওয়ান (Jawan) নামের একটি ছবি নিয়ে। বেশ কিছুদিন ধরেই এই ছবিটি নিয়ে…

Jawan: কোন শাহরুখ ভক্ত করল জওয়ানের ভিডিও চুরি? তদন্তে পুলিশ

বলিউডের বাদশা বলা হয় শাহরুখ খানকে। (Shah Rukh Khan) আগামী মাসে শাহরুখ আসছেন জওয়ান (Jawan) নামের একটি ছবি নিয়ে। বেশ কিছুদিন ধরেই এই ছবিটি নিয়ে বেশ গুঞ্জন চলছে। সোশ্যাল মিডিয়ায় ছবিটি নিয়ে চলছে তুমুল আলোচনা। সম্প্রতি, ছবিটি সম্পর্কিত ক্লিপও (Jawan clip) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যার জন্য শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট (Red Chillies Entertainment) মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় (Santacruz police station) একটি এফআইআর (FIR) দায়ের করেছে।

Advertisements

রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ফিনান্স অফিসার এই এফআইআর দায়ের করেছেন। এফআইআর অনুসারে, ছবির সেটে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞাও রয়েছে। এমন পরিস্থিতিতে, কেউ ভিডিওটি চুরি করে ভাইরাল করেছে বলে অভিযোগ, যার জন্য একটি অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভিডিও ক্লিপটি চুরি করে ভাইরাল করার অভিযোগে তথ্যপ্রযুক্তির ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।Jawan: কোন শাহরুখ ভক্ত করল জওয়ানের ভিডিও চুরি? তদন্তে পুলিশ

   

এফআইআর নথিভুক্ত করার পাশাপাশি বেশ কিছু সোশ্যাল সাইট এবং টুইটার অ্যাকাউন্ট সম্পর্কেও পুলিশকে জানানো হয়েছে। ১০ আগস্ট মামলাটি নথিভুক্ত করা হয়। এখন তদন্তে নেমেছে সান্তাক্রুজ থানার পুলিশ। জওয়ান ২০২৩ সালের একটি বহু প্রতীক্ষিত ছবি, যার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেই সঙ্গে শাহরুখেরও এই ছবিটি থেকে অনেক আশা রয়েছে। কারণ পাঠানের (Pathaan) মাধ্যমে কামব্যাক করার পর এ বছর এটি তার দ্বিতীয় ছবি।

Advertisements

আরও পড়ুন – SRK video LEAKED: ফেরিতে নাচ শাহরুখ-নয়নতারার, ফাঁস হল ‘জওয়ান’-এর দ্বিতীয় গান

জওয়ান এর আগে জুন মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু পরে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এটি পরিচালনা করছেন দক্ষিণ সিনেমার বিখ্যাত পরিচালক অটলি কুমার (Atlee Kumar)। ছবিটির টিজার ও প্রিভিউ ভিডিওও প্রকাশিত হয়েছে। এরপর ‘জিন্দা বান্দা’ নামের একটি গানও প্রকাশিত হয়েছে। একই সঙ্গে শিগগিরই আরেকটি গান প্রকাশ করতে যাচ্ছেন নির্মাতারা।Jawan: কোন শাহরুখ ভক্ত করল জওয়ানের ভিডিও চুরি? তদন্তে পুলিশ