News Desk, Kolkata: আন্তর্জাতিক সীমান্ত কাঁটাতারের পাশে সন্দেহজনক ঘোরাঘুরি দেখে বিএসএফ জওয়ানরা বন্দুক তুলে থামতে বললেন। বিপদ বুঝে ফের বাংলাদেশের দিকে ঢুকে পড়ল অনুপ্রবেশকারীরা। তাদের তাড়া করে গিয়ে কয়েকটা থলি পড়ে থাকতে দেখেছেন সীমান্তরক্ষীরা।
থলি খুলতেই গলা বাড়িয়ে দিল হাঁস। তারপর হেলতে দুলতে বাইরে এসে নিজের মতো চরতে শুরু করল। সবকটা থলিতেই হাঁসের প্যাঁকপ্যাঁকানি শুরু ততক্ষণে। বাকি থলি খুলতেই গোটাকয়েক রাজহাঁস ফের গলা বাড়িয়ে দেয়।
নদিয়ার বানপুর সীমান্তে এমনই চোরাই রাজহাঁস উদ্ধার করেছে বিএসএফ। মোট ৯টি থলিতে বাংলাদেশ থেকে এই হাঁস পাচার করা হচ্ছিল। তবে পাচারকারীরা পলাতক।
জানা গিয়েছে বাংলাদেশের কুষ্টিয়া, পাবনায় রাজহাঁসের লাভজনক চাষ চলছে। হাঁস পালনের সঙ্গে বাড়ছে তার চোরাচালান। উদ্ধার করা বাংলাদেশি রাজহাঁসগুলি এখন বিএসএফ জিম্মায়।
কুষ্টিয়া লাগোয়া পশ্চিমবঙ্গের নদিয়ার বানপুর সীনান্ত দিয়ে চোরাকারবার চলে। কখনও ফেন্সিডিল, মাদক তো কখনও বেআইনি আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন জিনিষের লেনদেন হয়।