কলকাতায় ডেঙ্গুর প্রকোপের (Dengue Outbreak) পাশাপাশি জেলাতেও বাড়ছে ডেঙ্গুর দাপট। গত ১২ দিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। উদ্বেগজনক পরিস্থিতিতে, সরকারি মেডিক্যাল কলেজগুলির সঙ্গে জোড়া ভার্চুয়াল মিটিং করলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তারা। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতর্ক করা হয়েছে সমস্ত মেডিক্যাল কলেজকে।
মেডিক্যাল কলেজগুলিতে ফিভার ক্লিনিক খুলতে হবে। আউটডোর থেকে রক্তের নমুনা সংগ্রহ করতে হবে। হাসপাতালে ভর্তি হলে, ডেঙ্গু আক্রান্তদের নিয়মিত শারীরিক পরীক্ষা যাচাই করে রিপোর্ট দিতে হবে।
আরও পড়ুন: Dengue Outbreak: রাজ্য জুড়ে ডেঙ্গু মোকাবিলায় নবান্নে বৈঠক
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলা, শহরতলির পাশাপাশি যে জায়গাগুলি আগে ডেঙ্গুপ্রবণ ছিল না, সেখানেও আশ্চর্যজনকভাবে আক্রান্তের সংখ্যা বেড়েছে।
বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে ফিভার ক্লিনিক এখনও সেভাবে চালু হয়নি। গতবছর ডেঙ্গু ৩ প্রজাতির প্রকোপ বেশি দেখা গেছিল। এবার কোন প্রজাতি বেশি প্রভাব ফেলছে, তা জানার জন্য সমীক্ষা শুরু করেছে নাইসেড। দুদিনের বেশি জ্বর হলে NS1 অ্যালাইজা পরীক্ষা করাতে হবে। মাথাব্যাথা, রেশ দেখা দিলেও পরীক্ষা করতে হবে।
এদিকে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে স্বীকার করে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে হুগলি জেলা প্রশাসন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে খোলা হয়েছে বিশেষ ইউনিট। ডেঙ্গু মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে হাওড়া পুরসভাও।
হুগলির ডানকুনি পুরসভার স্টেশন পল্লি, উত্তর সুভাষ পল্লি এলাকায় রাস্তায় জমে রয়েছে বৃষ্টির জল। নর্দমার কালো জল ছাপিয়ে গেছে। পুরসভায় ঢুকতে গেলে পা ডোবাতে হবে জমা জলে। স্কুলের সামনে নোংরা জলের কারণে বন্ধ স্কুল। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জমা জলের কারণে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হচ্ছে এলাকা।