বিদ্যালয়ের প্রিয় শিক্ষককে করা হচ্ছে বদলি। স্কুলে ঢুকে এই খবর পেতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ছাত্র-ছাত্রীদের। প্রিয় শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ করে স্কুল পড়ুয়ারা। তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এ ঘটমা ত্রিপুরার কদমতলা থানা এলাকার।
অন্যান্য দিনের মতই স্কুলের নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১ টা নাগাদ সকল ছাত্র-ছাত্রীরা কালাগাঙ্গেরপার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ে পৌঁছাতেই এক অপ্রস্তুতিকর খবরে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা জানতে পারে বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক দোমাল হোসেনকে অন্যত্র বদলি করা হচ্ছে।
বদলির খবর শুনতেই ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। সেখানেই তারা আন্দোলন শুরু করে। তাদের দাবি, ইতিহাসের শিক্ষক দোমাল হোসেনকে এই বিদ্যালয়ে রাখতে হবে। এর সঙ্গেই শিক্ষার্থীরা দাবি করে বিদ্যালয়ে মিড ডে মিল নেই, পর্যাপ্ত ঘর নেই, নেই খেলার মাঠ। এসবেরও ব্যবস্থা করতে হবে।
এই অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। বিদ্যালয়ে ১৩ জন শিক্ষক রয়েছে। তাদের মধ্যে দোমাল হোসেন একজন ভালো ইতিহাসের শিক্ষক। পড়ুয়াদের সঙ্গেও তার সুসম্পর্ক। তাই প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা।
বিদ্যালয়ের আন্দোলনকারী এক ছাত্রী জানিয়েছে, ” আমাদের বিদ্যালয়ে মাত্র ১৩ জন শিক্ষক। প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত দুজন শিক্ষক পড়ায়। তার মধ্যে আমাদের ইতিহাস শিক্ষককে বদলি করা হচ্ছে। এভাবে কেমন করে চলবে বিদ্যালয়? তাই আমরা আন্দোলনে পথে নেমেছি”।
ত্রিপুরায় গত বাম জমানায় যে পরিমাণ শিক্ষক নিয়োগ হয়েছিল তা এখন বিজেপি আমলে হচ্ছেনা বলে অভিযোগ। বাম জমানায় রাজ্যে ১০৩২৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ বাতিল হওয়ার পর তাদের বিকল্প রোজগার নেই। আন্দোলনকারী শতাধিক শিক্ষক ও শিক্ষাকর্মী হয় আত্মঘাতী হয়েছেন নয় অর্থের অভাবে চিকিৎসা না করাতে পেরে মারা গেছেন। অভিযোগ, শিক্ষা দফতরের নিয়োগ করছে না বিজেপি সরকার। চলছে প্রাথমিক হবু শিক্ষকদের আন্দোলন।