Ants: বর্ষাকালে আপনার বাড়ি চষে বেড়াচ্ছে পিঁপড়ের দল? ঘরোয়া উপায়ে দূর করুন সমস্যা

বঙ্গে চলছে বর্ষাকাল। আর বর্ষাকাল আসা মানেই শুরু পিঁপড়েদের উপদ্রব। একে তো গৃহিণীদের সমস্যার শেষ থাকেনা। তার মধ্যে বর্ষাকালে পোকামকড়ের উপদ্রব আরও নাজেহাল করে দেয়…

Ants: বর্ষাকালে আপনার বাড়ি চষে বেড়াচ্ছে পিঁপড়ের দল? ঘরোয়া উপায়ে দূর করুন সমস্যা

বঙ্গে চলছে বর্ষাকাল। আর বর্ষাকাল আসা মানেই শুরু পিঁপড়েদের উপদ্রব। একে তো গৃহিণীদের সমস্যার শেষ থাকেনা। তার মধ্যে বর্ষাকালে পোকামকড়ের উপদ্রব আরও নাজেহাল করে দেয় তাদের। বছরের এই সমইয় কীটপতঙ্গের উপদ্রব খুবই বেড়ে যায়। পিঁপড়ের জ্বালায় জেরবার হয়ে যান বাড়ির সকলেই।

Advertisements

তবে চিন্তা নেই। বাড়িতে পিঁপডের উপদ্রব কমাতে রয়েছে বেশ কিছু টোটকা। বাড়ি থেকে বর্ষাকালে পিঁপড়ের বাহিনীকে দূর করতে সবার আগে চকের কথা মাথায় আছে। চক-পেন্সিলের কথা। কী করতে হবে? আপনাকে পিঁপড়ের আসা যাওয়ার পথে চাকের দাগ টেনে দিতে হবে। চকের ক্যালসিয়াম কার্বনেট উপাদান নিয়ন্ত্রণ করে পিঁপড়ের চলাচল। তাই পিঁপড়েরা আর ওই পথ দিয়ে যাবেনা।

   

লেবুর খোসা বা টুকরো দিয়ে রাখুন পিঁপড়ে চলাচলের পথে। এই উপাদান জলেও মেশানো জেতে পারে। এর ফলে কমবে পিঁপড়ের উপদ্রব। গোলমরিচের গুঁড়ো মেশানো জল স্প্রে করলে পিঁপড়ের উপদ্রব বন্ধ হবে। গরম জলে নুন গুলে নিয়ে সেই মিশ্রণ ছড়িয়ে দিন ঘরের আনাচে কানাচে। রেহাই পাবেন পিঁপড়ের সমস্যা থেকে।
সম পরিমাণ জল আর ভিনিগার মিশিয়ে নিয়ে সেই মিশ্রণ স্প্রে করুন দরজা জানালার পাল্লা এবং ফ্রেমে।

Advertisements

ছড়িয়ে দিতে হবে বাড়ির কোণায়। দারচিনি ও লবঙ্গগুঁড়োর সঙ্গে মেশান এসেনশিয়াল অয়েলের কয়েক ফোঁটা। সেটি স্প্রে করে দিন যেখানে যেখানে পিঁপড়ে ঢোকে, সেখানে। এছাড়া পুদিনাপাতার রস এবং এসেনশিয়াল অয়েল ১০ ফোঁটা করে মেশান এক কাপ জলে। এবার এই মিশ্রণ স্প্রে করুন ঘরের বিভিন্ন কোণে।