ঘুম ভাঙল কমিশনের! রক্তাক্ত ভোট দেখে রাজীব সিনহা মানলেন সব শান্তিপূর্ণ নয়

শনিবার সকাল থেকে দিকে দিকে শুধু সন্ত্রাসের ছবি। ভোট উৎসব কে কেন্দ্র করে শুধু হয়েছে ভোটের উৎ’শব’। বিকেল ৩;৩০ টে অবধি ভোটের বলি ১২। মনোনয়ন…

Rajiva Sinha Panchayat ঘুম ভাঙল কমিশনের! রক্তাক্ত ভোট দেখে রাজীব সিনহা মানলেন সব শান্তিপূর্ণ নয়

শনিবার সকাল থেকে দিকে দিকে শুধু সন্ত্রাসের ছবি। ভোট উৎসব কে কেন্দ্র করে শুধু হয়েছে ভোটের উৎ’শব’। বিকেল ৩;৩০ টে অবধি ভোটের বলি ১২। মনোনয়ন জমা দেওয়ার দিন থেকে নিয়ে মোট ৩২ জন প্রাণ হারিয়েছেন এখন অবধি। ভয়াবহ সন্ত্রাসে রাজ্যে শুধুই মৃত্যুমিছিল। এই আবহে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় উঠছে প্রশ্ন। এবার এই বিষয়ে মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কী বললেন তিনি?

রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা কার্যত মেনে নিয়েছেন যে এই পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ বলা সম্ভব নয়। তিনি বললেন, ‘অপরাধ ঘটলে প্রথমে মামলা দায়ের হয়। তার পর তদন্ত এবং গ্রেফতারি। আশাকরি পুলিশ ব্যবস্থা নেবে।”

   

জায়গায় জায়গায় যে অশান্তির খবর কি কমিশনের কাছে পৌঁছচ্ছে? প্রশ্নের উত্তরে রাজীব বললেন, ‘ঘন ঘন অভিযোগ আসছে। এ নিয়ে নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়। তবে ৬০০-র মতো অভিযোগ সামনে এসেছে। কমিশন সমাধানও করছে।‘

কমিশনারকে এই নির্বাচন কি শান্তিপূর্ণ বলা সম্ভব জিজ্ঞাসা করলে তিনি প্রশ্নের উত্তরে বলেন, ‘গন্ডগোল, অশান্তির খবর এসেছে। মানুষ নিজের মতামতের নিরিখে অভিযোগ জানান। সেগুলি খতিয়ে দেখতে হবে। সবকিছু শান্তিপূর্ণ হয়েছে বলা সম্ভব নয়। আবার শুধু অশান্তিই হয়েছে, এমনই বলা যায় না।‘