আগামী কয়েকমাস পরেই শুরু হবে হিরো ইন্ডিয়ান সুপার লিগ। সেকথা মাথায় রেখে এখন ঝড়ের গতিতে দল গোছাচ্ছে লাল-হলুদ (East Bengal ) শিবির। একাধিক প্রভাবশালী তারকা বিদেশির পাশাপাশি দেশীয় ফুটবলারদের মধ্যে নন্দকুমার থেকে শুরু করে মন্দাররাও দেশাই ও নিশু কুমারের মতো তারকাদের যুক্ত করা হয়েছে দলের মধ্যে।
এছাড়াও একজন বিদেশি ডিফেন্ডারের খোঁজ চালানো হচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে। পাশাপাশি গত কয়েকদিন আগেই শুরু হয়েছে কলকাতা লিগ। গত কয়েক মরশুম পর এবার সেখানে ও দল নামাচ্ছে ইস্টবেঙ্গল। তবে এক্ষেত্রে ইয়ুথ ডেভলপমেন্ট লিগের ফুটবলারদের খেলানোর কথাই শোনা গিয়েছে ক্লাব কর্তাদের তরফ থেকে। সেইমতো প্রস্তুতি ও শুরু হয়ে গিয়েছে বিনো জর্জের তত্ত্বাবধানে।
তবে সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না ইমামি ইস্টবেঙ্গলের। চোটের কারনে এবার মাঠের বাইরে চলে যেতে হল দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার রোশল কে। যতদূর জানা গিয়েছে, আপাতত ৬ থেকে ৮টি সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই তারকা ফুটবলার কে। বর্তমানে যা পরিস্থিতি তাতে আগামী ৪৫ দিন কার্যত বিশ্রাম নিতে হবে দলের এই তারকা উইঙ্গার কে।
বলাবাহুল্য, রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভলপমেন্ট লিগে একাধিকবার তার পায়ের জাদুর সাক্ষী থেকেছে ইস্টবেঙ্গল সমর্থকরা। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফুটবলারের। এমনকি ডেভলপমেন্ট লিগে এটিকে মোহনবাগান কে পরাজিত করার ক্ষেত্রে ও তার ভূমিকা ছিল অপরিসীম। তাই এবার তার চোট আসায় বড়সড় প্রভাব পড়তে চলেছে দলের অন্দরে।
পূর্ব সূচি অনুযায়ী আগামী ১০ তারিখ ওয়েস্টবেঙ্গল পুলিশ দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার কথা ছিল লাল-হলুদের। তবে ভোটের নিরাপত্তাজনিত কারনে পিছিয়ে গিয়েছে সেই ম্যাচ। তবে রোশল না থাকায় তার বদলে কাকে ব্যবহার করেন কোচ বিনো জর্জ এখন সেটাই দেখার। তবে শুধু রোশল নয়। চোটের কারনে আপাতত মাঠের বাইরে রয়েছেন দলের আরেক প্রতিভাবান ফুটবলার মাহিতোষ রায় রাজবংশী। যতদূর জানা গিয়েছে, গোড়ালিতে গভীর চোট রয়েছে মাহিতোষের। তাই এবারের কলকাতা লিগের শুরুতে তাকে দলে পাওয়া ও সম্ভব নয় লাল-হলুদের।