ইংল্যান্ড বছর দুই ধরে জাস্ট স্টপ অয়েল নামক একটি পরিবেশবাদী গোষ্ঠী খেলার মাঝে মাঠে ঢুকে পড়ে প্রতিবার জানাচ্ছে। এমনটাই হয়েছে দ্বিতীয় অ্যাশেজের প্রথম দিনে। স্টুয়ার্ট ব্রড দ্বিতীয় ওভার বোলিং করতে এলে ওই সংস্থার দুই প্রতিবাদী মাঠে ঢুকে পরে। ফরে কিছুক্ষণের জন্য আটকে যায় ম্যাচ।
দুই প্রতিবাদীর একজনকে প্রায় পাঁজাকোলা করে কাঁধে তুলে বাউন্ডারি লাইনের বাইরে বার করে দেন ইংরেজ উইকেটরক্ষক জনি বেয়ারস্টো। আরেকজনকে মিলিত ভাবে আটকান অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার এবং ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। আরেকজন প্রতিবাদী মাঠে ঢুকতে চেষ্টা করেও পারেনি।
যাওয়ার আগে পিচের কিছু করতে না পারলেও মাঠে তাদের ট্রেডমার্ক কমলা পাউডার ছড়িয়ে দিয়ে যায় প্রতিবাদীরা। বেয়ারস্টোর ওইরকম পাঁজাকোলা করে নিয়ে যাওয়ার ভিডিও টুইট করে অশ্বিন লিখেছেন, “২য় টেস্টে ভালোই শুরু হয়েছে। বেয়ারস্টো ইতিমধ্যে কিছু ভারী ওজন উত্তোলন করেছেন।”
Good start to the 2nd test.
Bairstow has done some heavy lifting already😂😂 #Ashes2023 pic.twitter.com/f0JcZnCvEr— Ashwin 🇮🇳 (@ashwinravi99) June 28, 2023
মেট্রোপলিটন পুলিশ পরে বলেছে যে তারা তিনজনকে গ্রেপ্তার করেছে, এএফপি জানিয়েছে। গ্রাউন্ড-স্টাফরা কমলার গুঁড়ো অপসারণ করার সময় বেশ কয়েক মিনিট বিলম্বের পরে, নার্সারি এন্ড থেকে ব্রড বোলিং দিয়ে খেলা আবার শুরু হয়।
<
p style=”text-align: justify;”>ব্রিটিশ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স এবং প্রিমিয়ারশিপ রাগবি ইউনিয়ন ফাইনাল সহ আরো কিছু টুর্নামেন্ট ব্যাহত করেছে জাস্ট স্টপ অয়েল।