Saswata Chatterjee: ‘সাবধান…সে ফিরছে…!’ শাশ্বতর ঘোষণায় তোলপাড় সোশ্যাল মিডিয়া

প্রকাশ্যে এল অভিনেতা শাশ্বত চট্টোপাধ্য়ায়ের (Saswata Chatterjee) নতুন ছবির পোস্টার। সেই সঙ্গে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্য়ায় নিজেই প্রকাশ্যে আনলেন ছবির একটি মোশান ভিডিয়ো। ভিডিয়োটি শেয়ার করে…

Saswata Chatterjee: 'সাবধান...সে ফিরছে...!' শাশ্বতর ঘোষণায় তোলপাড় সোশ্যাল মিডিয়া

প্রকাশ্যে এল অভিনেতা শাশ্বত চট্টোপাধ্য়ায়ের (Saswata Chatterjee) নতুন ছবির পোস্টার। সেই সঙ্গে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্য়ায় নিজেই প্রকাশ্যে আনলেন ছবির একটি মোশান ভিডিয়ো।

ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আয়লা, আমফান-এর থেকেও বড় তাণ্ডব হতে চলেছে!’।

   

অপরদিকে, নতুন পোস্টারের ক্যাপশনে শ্বাশত লিখেছেন, ‘সাবধান…সে ফিরছে…’।Saswata Chatterjee: 'সাবধান...সে ফিরছে...!' শাশ্বতর ঘোষণায় তোলপাড় সোশ্যাল মিডিয়া

গত বছর ডিসেম্বরে, জি ফাইভের (Zee 5) নতুন অরিজিন্যাল কনটেন্টের তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে প্রত্যেক মাসে নতুন নতুন কনটেন্ট দেওয়া হবে। এই পোস্টারও তারই ঝলক বলেই মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে, রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পরিচালনায় ওটিটি-তে (OTT release) আসছে ‘প্রলয়।’ ২০১৩ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘প্রলয়’ (Proloy) মুক্তি পায়। ছবিতে পুলিশের ভুমিকায় দেখা যায় শাশ্বত চট্টোপাধ্যায়কে। পুলিশ অফিসার অনিমেষ দত্তের চরিত্রে অভিনয় করেন শ্বাশত। সেই ছবি মুক্তির ১০ বছর পর এবার ‘প্রলয়’-এর Part 2 আসছে ওটিটি-তে। সিরিজের নাম দেওয়া হয়েছে ‘আবার প্রলয়।’ (Abar Proloy)