Ram Charan: নিজের ইচ্ছে প্রকাশ করে রাম চরণ বাংলা সিনেমা প্রেমীদের গর্বিত করে তুললেন

12

ভারতীয় সিনেমা জগতে টলিউড হোক কিংবা বলিউড এক পেশাদার অভিনেতা সবসময়ই চাই যে দেশের বিভিন্ন ভাষায় কাজ করতে। এমনই এক ইচ্ছা প্রকাশ করতে দেখা গেল তেলেগু সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা রামচরণকে(Ram Charan) । অভিনেতা রামচরণ সাক্ষাৎকারে তার ইচ্ছে প্রকাশ করে বলেছেন, “আমি বাংলা সিনেমা ভালবাসি, আমার ইচ্ছে কেউ যদি তাদের থেকে আসে এবং তাদের সিনেমাতে আমাকে কাস্ট করে” এই কথা দ্বারা অভিনেতা যথেষ্ট আগ্রহ দেখিয়েছে বাংলা সিনেমার প্রতি। রামচরনের উল্লেখযোগ্য সিনেমা হল- ইয়েভাডু, রাচা, নায়ক, ধ্রুব এবং আরও অনেক। অভিনেতার ২০০৯ সালের ‘মাগধীরা’ নামক সিনেমার মাধ্যমে অনেক খ্যাতি অর্জন করেন।

সম্প্রতি অভিনেতার এই বছরের মুক্তিপ্রাপ্ত ‘আর আর আর’ সিনেমাটি দর্শকের কাছে যেমন জনপ্রিয় হয়ে উঠেছিল তেমন সারাদেশ জুড়ে খুব ভালো ব্যবসাও করেছিল। এই সিনেমাতে আবার অন্য গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আলিয়া ভট্ট অভিনয় করেছিলেন। অভিনেতা বলিউড মহলে ২০১৩ সালে ‘জাঞ্জির’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন।এই সিনেমাতে অভিনেতার অপর প্রান্তে প্রিয়াঙ্কা চোপড়াকে অভিনয় করতে দেখা গিয়েছিল। কিন্তু এই সিনেমা সেই অর্থে কোন উল্লেখযোগ্য ছাপ ফেলতে পারেনি দর্শকদের মনে। তাই বর্তমানে দীর্ঘ বিরতির পর চলতি বছরের শোনা যাচ্ছে যে, ২০২৩ সালের আসন্ন সিনেমা সালমান খান অভিনীত ‘কিসিকি ভাই কিসিকি জান’ সিনেমাতে অতিথি অভিনেতা হিসেবে দেখতে পাওয়া যাবে।

(সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে পান। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram এবং Facebook পেজ)