কিভ: রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার এটাই “সঠিক সময়” বললেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেস্কি (Volodymyr Zelensky)। এই মর্মে মিত্রপক্ষকে পুতিনের উপর চাপ দেওয়ার আহ্বান জানালেন তিনি। সোমবার এক্সে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে করহা হয়েছে বলে উল্লেখ করলেন ইউক্রেনীয় রাষ্ট্রপতি।
তিনি লেখেন, “ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে আমার কথা হয়েছে। এটাই সঠিক সময়। রাশিয়াকে চাপ দিয়ে এবং সব সুযোগকে কাজে লাগিয়ে যুদ্ধ অবসান করতে হবে”। তিনি আরও বলেন, “যিনি এই যুদ্ধ শুরু করেছেন তাঁর উপর চাপ সৃষ্টি করা বর্তমানে মূল লক্ষ্য। ইমানুয়েল এবং আমি সবরকম কূটনৈতিক দিক নিয়ে আলোচনা করেছি। আমি ওনার সাহায্য পেয়ে আপ্লুত। অদূর ভবিষ্যতে আমরা দেখা করার কথাও বলেছি”।
ট্রাম্পের সঙ্গে দেখা করেন জেলেনেস্কি
প্রসঙ্গত, গাজা-ইজরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পরেই গত সপ্তাহে ট্রাম্পের (Donald Trump) সঙ্গে দেখা করেন জেলেনেস্কি। ওই সাক্ষাতের পর ট্রাম্প বলে, দু-পক্ষের ৩ বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ এবার বন্ধ করা উচিৎ। ট্রাম্প বলেছিলেন, “জেলেনেস্কির (Volodymyr Zelensky) সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।”
“ওনাদের অতি সত্বর যুদ্ধ বন্ধ করা উচিৎ। দুই দেশের মানুষের প্রাণ বাঁচাতে আপনাদের এবার যুদ্ধ থামান উচিৎ। নয়ত পরে বিষয়টি আত জটিল হয়ে যাবে। আমি পুতিনকেও একই কথা বলেছি”, এমনকি NATO-র সঙ্গে খুব ভালো চুক্তি হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।