World Population: জনবিস্ফোরণের লাল তারিখ প্রকাশ, ৮০০ কোটির দুনিয়া

চলে এসেছে একটি লাল তারিখ। মানুষের হাজার হাজার বছরের ইতিহাসে সেই লাল তারিখেই জনবিস্ফোরণের নতুন নজির দেখা যাবে। এমনই জানাচ্ছে রাষ্ট্রসংঘ। (World Population) UN থেকে…

চলে এসেছে একটি লাল তারিখ। মানুষের হাজার হাজার বছরের ইতিহাসে সেই লাল তারিখেই জনবিস্ফোরণের নতুন নজির দেখা যাবে। এমনই জানাচ্ছে রাষ্ট্রসংঘ। (World Population)

UN থেকে আসা সংবাদগুলি জানাচ্ছে, গ্রহ হিসেবে পৃথিবী আগামী ১৫ নভেম্বর ৮০০ কোটি জনসংখ্যার মাইলফলক স্পর্শ করবে।

   

AFP জানাচ্ছে, রাষ্ট্রসংঘ জনসংখ্যা তহবিল বিষয়ের প্রধান নাটালিয়া কানেমের দাবি, ৮০০ কোটির জনসংখ্যা মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। গড় আয়ু বৃদ্ধি এবং মা ও শিশুমৃত্যু কমে আসার কারণেই এই জনসংখ্যার স্তর তৈরি হয়েছে। তিনি আরও বলেন, বিশ্বে অতিরিক্ত জনসংখ্যা বলে অনেকেই উদ্বিগ্ন। আমি বলতে চাই,এই সংখ্যা ভয়ের কারণ নয়।

BBC জানাচ্ছে,১৯৬০ দশকে বিশ্ব জুড়ে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেতে শুরু করেছিল।

রকফেলার ইউনিভার্সিটির ল্যাবরেটরি অব পপুলেশনসেপ গবেষক জোয়েল কোহেন জানান বলেন, পৃথিবী কত মানুষের ভার নিতে পারে এই প্রশ্নের দুটি দিক থাকে। প্রথমত প্রাকৃতিক সীমাবদ্ধতা ও আমাদের পছন্দ। এই পছন্দের পরিণতি ভয়াবহ বলে জানান তিনি।

গবেষণায় উঠে এসেছে, এই গ্রহ প্রতিবছর যে পরিমাণ পুনরুৎপাদন করতে পারে তার চেয়ে মানবজাতি অনেক বেশি জৈবিক সম্পদ ভোগ করছে। জনসংখ্যার বিস্ফোরণ আরও ভয়াবহ ছবি আনবে।