Ukraine War: রুশ কমান্ডারকে ইউক্রেনীয় মেয়েদের ধর্ষণ করার পরামর্শ স্ত্রীর

রুশ সেনা ও তাঁর স্ত্রীর কথোপকথনের এক চাঞ্চল্যকর অডিও ক্লিপ সামনে এসেছে। সেখানে এক রুশ সেনার ( Russian commander) স্ত্রী তাঁর স্বামীকে বলছেন যত পারো…

Wife advises Russian commander to rape Ukrainian girls

রুশ সেনা ও তাঁর স্ত্রীর কথোপকথনের এক চাঞ্চল্যকর অডিও ক্লিপ সামনে এসেছে। সেখানে এক রুশ সেনার ( Russian commander) স্ত্রী তাঁর স্বামীকে বলছেন যত পারো ইউক্রেনীয় মেয়েদের ধর্ষণ করো। ধর্ষণ করার পর ওই ইউক্রেনীয় মেয়েদের জোর করে গর্ভনিরোধক খাওয়ানোর পরামর্শও দিয়েছেন ওই সেনার স্ত্রী।

ইউক্রেনীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই অডিও ক্লিপটি শেয়ার করা হয়েছে। রেডিও লিবার্টির দাবি, ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনা কমান্ডার রোমান বাইকোভস্কিকে ইউক্রেনীয় মহিলাদের ধর্ষণ করার পরামর্শ দিয়েছেন তাঁর স্ত্রী ওলগা বাইকোভস্কায়া। ইতিমধ্যেই রুশ সেনার হাতে বন্দি থাকা ইউক্রেনীয় মহিলাদের একের পর এক অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এসেছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এদিকে মারিউপোল শহরে ইউক্রেনীয় সেনাকে আত্মসমর্পণ করার সময়সীমা বেঁধে দিয়েছিল রাশিয়া। সেই সময় সীমা পেরিয়ে গিয়েছে। আত্মসমর্পণ করা তো দূরের কথা,রুশ সেনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে ইউক্রেনীয় সেনা। মারিউপোল, কিয়েভ, লিভিভ-সহ বিভিন্ন শহরের দখল নিতে না পেরে আরও আগ্রাসী ও পুতিনের সেনা বাহিনী।

সোমবার লিভিভ শহরের মেয়র অ্যান্ড্রি স্যাডোভি জানিয়েছেন, রাশিয়া এই শহরে পাঁচবার মিসাইল হামলা চালিয়েছে। রুশ মিসাইল হামলায় ছারখার হয়ে গিয়েছে শহরের একাংশ। শহরের দখল নিতে না পেরে রাশিয়া অযথাই সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে।

ইউক্রেনের পরিস্থিতি নিজের চোখে খতিয়ে দেখার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কিয়েভে আমন্ত্রণ জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। তবে এখনই বাইডেনের ইউক্রেন সফরের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছে ওয়াশিংটন। ইউক্রেনের বেশ কিছু এলাকায় রাশিয়া নিজেদের মুদ্রা রুবল চালু করেছে। যদিও ইউক্রেন এই কথাকে গুজব বলে উড়িয়ে দেয়।

একটানা ৫৩ দিন যুদ্ধের পর ইউক্রেনের বেশিরভাগ এলাকা কার্যত ধ্বংসস্তুপে পরিণত। সাজানো-গোছানো শহরগুলির একাধিক বাড়ি পোড়া কঙ্কালের চেহারা। শহরে দেখা মিলছে না মানুষের। বেশিরভাগ মানুষই প্রাণ বাঁচাতে শরণার্থী হিসেবে ছড়িয়ে পড়েছেন ইউরোপের বিভিন্ন দেশে। গত কয়েক দিনের যুদ্ধে শুধুমাত্র মারিউপোল শহরেই প্রায় ৫০০০ সেনার মৃত্যু হয়েছে বলে খবর।

রাশিয়ার দাবি, সাধারণ মানুষের ওপর তারা কোনও রকম হামলা চালাচ্ছে না। ইউক্রেনকে সামরিক দিক থেকে নিঃস্ব করে দিতেই তারা এই যুদ্ধ করছে। তবে মস্কো যাই বলুক না কেন,একাধিক দেশ পুতিনকে গণহত্যাকারী বলে আখ্যা দিয়েছে।