WHO: মাঙ্কিপক্স মহামারি আকার নেবে না জানাল হু

আফ্রিকার বাইরে মাঙ্কিপক্সে বিশ্ব মহামারিতে রূপ নেবে না। এমনই মনে করছে (WHO) বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে হু এটাও জানিয়েছে,মাঙ্কিপক্স সংক্রমিত মানুষদের যাদের রোগের উপসর্গ দেখা…

Covaxin Gets WHO Approval

আফ্রিকার বাইরে মাঙ্কিপক্সে বিশ্ব মহামারিতে রূপ নেবে না। এমনই মনে করছে (WHO) বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে হু এটাও জানিয়েছে,মাঙ্কিপক্স সংক্রমিত মানুষদের যাদের রোগের উপসর্গ দেখা যাচ্ছে না, তাদের থেকে সংক্রমণ ছড়াবে কিনা সেটি এখনও স্পষ্ট নয়।

হু জানিয়েছে, চলতি মে মাসে ৩০০ জনের বেশি মানুষ মাঙ্কিপক্স শনাক্ত হয়েছেন। এর বেশিরভাগই ঘটেছে ইউরোপের দেশগুলিতে। গত ২৬ মে পর্যন্ত ২৩টি দেশে ২৫৭ জনের দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আরও ১২০ জন এই রোগে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনও এই রোগে কারও মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি।

   

হু আরও জানিয়েছে,মাঙ্কিপক্সকে জনস্বাস্থ্যে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হলে রোগটির বিস্তার ঠেকাতে দ্রুত গবেষণা সম্ভব।

মাঙ্কিপক্সের সংক্রমণ ভারতে ছড়ানোর আশঙ্কায় ভারত সরকার সতর্ক। ভারতের প্রতিবেশি দেশগুলিও সতর্ক। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে তেমন ছড়ায়নি মাঙ্কিপক্স।