Ukraine War: রাশিয়া বন্ধ করছে শস্য রফতানি, গম সংকট শুরু

খাদ্য শস্য সরবরাহ বন্ধের পথে রাশিয়া। জ্বালানি বন্ধ করার হুমকির  পর এমন পদক্ষেপে বিশ্ব জুড়ে শুরু উদ্বেগ। কারণ, রুশ শস্যের উপর নির্ভর করে পুরো ইউরোপ…

খাদ্য শস্য সরবরাহ বন্ধের পথে রাশিয়া। জ্বালানি বন্ধ করার হুমকির  পর এমন পদক্ষেপে বিশ্ব জুড়ে শুরু উদ্বেগ। কারণ, রুশ শস্যের উপর নির্ভর করে পুরো ইউরোপ আর বিভিন্ন দেশ।

ইউক্রেনের মাটিতে সেনা অভিযানের কারণে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড সহ বিভিন্ন দেশ। তার জবাবে রাশিয়া শুরু করেছে অর্থনৈতিক অবরোধ।

বিশ্ববাজারে খাদ্যশস্য রফতানি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আগামী ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত গম, যব, ভুট্টা ও রাই সহ যাবতীয় খাদ্যশস্য রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রুশ সরকার। রাশিয়ার প্রধানমন্ত্রী এই নিষেধাজ্ঞার কথা জানান।

রাশিয়ার শস্য বিশেষত গম না এলে পুরো ইউরোপ হবে রুটি-শূন্য। ইউরোপে এর মধ্যেই প্রতি টন গমের দাম বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ।

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশের ধারণা, অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিতে যাচ্ছে রুশ সরকার। এক্ষেত্রে উদাহারণ হিসেবে বলা যায়, গত সপ্তাহে প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রগুলোতে খাদ্যশস্য রফতানি স্থগিত করেছে রুশ সরকার। আগামী আগস্ট পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।