Monday, December 8, 2025
HomeUncategorizedVolcano: জেগেছে হাওয়াই দ্বীপের দানব, চারিদিকে এখন শুধু লাভার বন্যা

Volcano: জেগেছে হাওয়াই দ্বীপের দানব, চারিদিকে এখন শুধু লাভার বন্যা

- Advertisement -

গত চার দশকের মধ্যে প্রথমবার জেগে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি মাউনা লোয়া। এই সক্রিয় আগ্নেয়গিরি(Volcano) থেকে লাভা উদগিরণ শুরু হয়েছে যা ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। চারিদিকে লাভার বন্যা যা নিয়ে হাওয়াই জুড়ে হাহাকার শুরু হয়ে গিয়েছে।

   

বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি মাউনা লোয়া। এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে হাওয়াই অঙ্গরাজ্যে অবস্থিত। এতদিন সুপ্ত ছিল এই আগ্নেয়গিরি।১৯৮৩ সালে শেষবারের মতো অগ্নুৎপাত দেখা গিয়েছিল এই আগ্নেয়গিরিতে। ৪ দশকের মধ্যেই এই প্রথমবার জেগে উঠেছে আগ্নেয়গিরিরুপী এই দানব। তারপর থেকেই ক্রমে চারিদিকে বইছে লাভার বন্যা। প্রসঙ্গত, ১৮৪৩ সালের পর বিশ্বের এই সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি থেকে ৩৩ বার লাভা বের হয়েছে।

 

স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে খবর, লাভার প্রবাহ আগ্নেয়গিরি জ্বালামুখের আশেপাশেই রয়েছে। আপাতত এই লাভার প্রবাহ নিম্নচলে ছড়িয়ে পড়া ঝুঁকি কম রয়েছে। তবে USGS অর্থাৎ মার্কিন ভূতাত্বিক প্রতিষ্ঠান স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে এবং জানিয়েছে যে কোন সময় আগ্নেয়গিরি মারাত্মক রূপ ধারণ করতে পারে। সতর্ক করা হয়েছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত আশপাশে এলাকার লোকজনদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়নি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular