ভারতীয়-পাকিস্তানিরা একসঙ্গে গাইলেন ‘জয় হো’, দেখুন গায়ে কাঁটা দেওয়ার মুহূর্ত

mp-mausam-benazir-noor-quits-party-returns-congress
Breaking News Kolkata24x7 Bengali News

নানা ইস্যুকে কেন্দ্র করে রীতিমতো আদায় কাঁচকলা সম্পর্ক তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। লাগাতার ভারতে জঙ্গি হানা, সীমান্ত সমস্যা ইত্যাদিকে ঘিরে দফায় দফায় দুই দেশের মধ্যেকার পরিস্থিতি খারাপ হচ্ছে। তবে এবার লন্ডনের রাস্তায় এমন কিছু ঘটনা ঘটল যা দেখা বা শোনার জন্য হয়তো কেউই তৈরি ছিলেন না। সেই ঘটনার ভিডিও-ও তীব্র গতিতে ভাইরাল (Video Viral) হয়েছে।

সব বিভেদ ভুলে একই সুরে সুর মেলালেন ভারতীয় ও পাকিস্তানীরা। আসলে ভারত আজ তার ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। ২০০ বছরের দাসত্বের পর দেশটি স্বাধীনতা পেয়েছিল। লাখ লাখ মানুষের রক্ত, পরিশ্রমের মধ্যে দিয়ে দেশ স্বাধীনতার আনন্দ উপভোগ করতে পেরেছে। তবে দেশও ভাগ হয়েছে। বহু বছর আগে ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্রে পরিণত হয়। বর্তমানে দুই দেশের মানুষ ভিন্ন ভিন্ন দেশে বসবাস করছে। বিপুল সংখ্যক ভারত এবং পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিকরা ব্রিটেনে বসবাস করেন। এহেন অবস্থায় লন্ডনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, ভারত ও পাকিস্তানের মানুষ তাদের নিজ নিজ দেশের পতাকার সঙ্গে একযোগে বলিউড গান ‘জয় হো’ গাইছেন।

   

সামাজিক মাধ্যমে এই ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিও দেখলে ও শুনলে গায়ে কাঁটা দেবে আপনারও। সংগীতশিল্পী @vish.মিউজিক তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ভিডিওটি আপলোড করেছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘যখন লন্ডনে ভারতীয় ও পাকিস্তানিরা একসঙ্গে ‘জয় হো…’ গান গায়। আসুন ভালবাসা এবং একতার জন্য এই ভিডিওটি শেয়ার করি। দুঃসময়ে আমাদের একে অপরকে প্রয়োজন।’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Vish (@vish.music)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন