ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ভারত থেকে আমদানি হওয়া পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করল। স্থানীয় সময় ২৭ অগাস্ট ভোর ১২টা ১ মিনিট থেকে (EST) এই নতুন শুল্ক কার্যকর হবে বলে জনসাধারণের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এই শুল্ক কার্যকর করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশ ১৪৩২৯ অনুযায়ী, যা গত ৬ আগস্ট জারি হয়েছিল।
রাশিয়ার বাণিজ্য সহযোগীদের নিশানায় ওয়াশিংটন
আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “রাশিয়ান ফেডারেশনের সরকারের হুমকির জবাবে” এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই এবার ভারতের উপর বাড়তি শুল্ক চাপানো হল। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বা গুদাম থেকে ছাড়া যেকোনও ভারতীয় পণ্যের উপরেই ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসবে। তালিকাভুক্ত বহু ভারতীয় রফতানি পণ্যের উপর এই বাড়তি চাপ কার্যকর হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, শুধু ভারত নয়, ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বজায় রাখা অন্য দেশগুলোর উপরও নতুন শুল্ক বা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তাঁর সতর্কবাণী, “আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি শান্তি-আলোচনায় অগ্রগতি না হয়, তবে এর খুব বড় ফল ভুগতে হবে।” যদিও চিন-সহ রাশিয়ান তেলের বড় ক্রেতাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত এমন পদক্ষেপ নেয়নি আমেরিকা।
নয়াদিল্লির কড়া প্রতিক্রিয়া US Tariffs on India
ভারতের তরফে আমেরিকার এই সিদ্ধান্তকে “অন্যায্য, অযৌক্তিক ও অনৈতিক” বলে কড়া ভাষায় নিন্দা করা হয়েছে। সরকারি সূত্রের বক্তব্য, এই ধরনের সেকেন্ডারি ট্যারিফ আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মবিরুদ্ধ এবং ভারতের জাতীয় স্বার্থের উপর সরাসরি আঘাত। নয়াদিল্লি আশা করছে, শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি হলে ওয়াশিংটনকে এই বাড়তি শুল্ক প্রত্যাহার করতে বাধ্য হতে হবে।
প্রধানমন্ত্রী মোদীর সাফ বার্তা
অহমেদাবাদে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন চাপের জবাব দিলেন দৃঢ় কণ্ঠে। তাঁর কথায়, “যতই চাপ আসুক না কেন, ভারত নিজের শক্তি বাড়িয়ে তা মোকাবিলা করবে। আত্মনির্ভর ভারতের স্বপ্ন আজ গুজরাত থেকে নতুন উদ্যম পাচ্ছে। এর পেছনে রয়েছে দুই দশকের কঠোর পরিশ্রম।”
বিশ্লেষকদের মতে, আমেরিকার এই পদক্ষেপে দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হল। তবে ভারতের বার্তা স্পষ্ট, জাতীয় স্বার্থে কোনও চাপের কাছে নতি স্বীকার করবে না নয়াদিল্লি।
World: The US has officially imposed an additional 25% tariff on Indian goods, citing an executive order targeting trade partners of Russia. This new tariff, effective from August 27, affects a wide range of Indian exports. New Delhi has strongly condemned the move as unfair and unjust.