Donald Trump: জেলের খাতায় নাম, দাগী আসামী ট্রাম্প!

ভোট জালিয়াতির মামলায় জেল খাটা আসামী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)  চিহ্নিত হলেন। এই ঘটনা দেশটির ইতিহাস প্রথম কোনও প্রেসিডেন্টের সাথে…

Donald Trump Arrested by Law Enforcement Officials

ভোট জালিয়াতির মামলায় জেল খাটা আসামী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)  চিহ্নিত হলেন। এই ঘটনা দেশটির ইতিহাস প্রথম কোনও প্রেসিডেন্টের সাথে হলো। ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যার হাতের ছাপ, মুখের ছবি নিজেদের নথিতে ধরে রাখল জেল কর্তৃপক্ষ। ঠিক যেমনটা করা হয় জেলে যাওয়া আসামীদের ক্ষেত্রে।

তবে আত্মসমর্পণ করেই জামিন পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট (Donald Trump) ট্রাম্প। জর্জিয়ার ফুলটন কাউন্টি জেলে আত্মসমর্পণ করেন তিনি।  মাত্র ২০ মিনিট ফুলটন কান্টি জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন। এই নিয়ে তিনি চতুর্থবারের মতো আত্মসমর্পণ করলেন।

ট্রাম্প ও তার ১৮ সহযোগী ২০২০ সালে জর্জিয়ায় নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টা করেন এমন অভিযোগ আনা হয় গত ১৪ আগস্ট। ৪১টি অভিযোগে অভিযুক্তদের সংঘবদ্ধ অপরাধী চক্র বলা হয়েছে। জর্জিয়ার গ্র্যান্ড জুরির তরফে র‍্যাকিটেরিং ইনফ্লুয়েন্সড অ্যান্ড করাপ্ট অর্গানাইজেশন (আরআইসিও) আইন ভঙ্গের অভিযোগ আনা হয়।

সেই অভিযোগের ভিত্তিতে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপিতে করার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে ২ লাখ ডলারের মুচলেকা সাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে গত এপ্রিলে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় নিউইয়র্কে ম্যানহাটানের আদালতে ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়েছিল।