Afghanistan: নির্যাতন থেকে বাঁচতে মহিলাদের ‘জেলে ঢোকো’ নীতি তালিবান জঙ্গি সরকারের

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান সরকার। এরপর থেকে মহিলাদের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। স্কুলে যাওয়া থেকে শুরু করে বাইরে…

Taliban sending women to jail

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান সরকার। এরপর থেকে মহিলাদের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। স্কুলে যাওয়া থেকে শুরু করে বাইরে বের হওয়া, সব ক্ষেত্রেই নিয়মের বেড়াজালে আটকে রাখা হয়েছে মহিলাদের। ঘরে থেকেও যেন বদ্ধ শিকলের দিন পার করছেন আফগান মহিলারা। তবে এবার আর ঘরে নয়, কারাগারের ৪ দেওয়ালেই মহিলাদের আটকে রাখছে তালিবান সরকার।

সম্প্রতি রাষ্ট্রসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। জানা যায় নির্যাতন থেকে বাঁচানোর নামে আফগান মহিলাদের কারাগারে ঢোকাচ্ছে তালিবান সরকার। রাষ্ট্রসংঘের প্রতিবেদনে উল্ল্যেখ করা হয়েছে যে যেভাবে কাবুলের গৃহহৃণ এবং মাদকাসক্ত মানুষদের পাঠানো হয় ঠিক সেভাবেই নিরাপত্তার নামে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আফগান মহিলাদের। যদিও এই বিষয়ে কোন মন্তব্য করেনি তালিবান প্রশাসন।

সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায় ২০২১ সালে তালিবান সরকার ক্ষমতায় আসার আগে আফগানিস্তানের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ২৩ টি মহিলা সুরক্ষা কেন্দ্র ছিল। লিঙ্গ-ভিত্তিক নির্যাতন থেকে বাঁচতে অসংখ্য মহিলারা এইসব কেন্দ্রে আশ্রয় নিতেন। তবে এই ধরনের কেন্দ্রকে পশ্চিমা-ধারনা আক্ষ্যা দিয়ে বন্ধ করে দিয়েছে ক্ষমতাসীন তালিবান। এদিকে মহিলাদের সুরক্ষায় তালিবান সরকারের পন্থা অবলম্বনে আন্তর্জাতিক অঙ্গনে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।