Ukraine War: বিষ দেওয়া হচ্ছে ইউক্রেনের শান্তি আলোচনাকারীদের! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এবার কি ষড়যন্ত্র করে হত্যার পর্যাযে নেমে এল সামাপ্রতিক রিপোর্ট সেই দিকেই নির্দেশ করছে। রয়টার্স সোমবার ওয়াল স্ট্রিট জার্নালে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।…

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এবার কি ষড়যন্ত্র করে হত্যার পর্যাযে নেমে এল সামাপ্রতিক রিপোর্ট সেই দিকেই নির্দেশ করছে। রয়টার্স সোমবার ওয়াল স্ট্রিট জার্নালে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হযেছে এই মাসের শুরুর দিকে ইউক্রেনের রাজধান কিয়েভে একটি বৈঠক হয়। তারপর রাশিয়ার এক অভিজাত রোমান আব্রামোভিচ এবং ইউক্রেনীয় শান্তি আলোচনাকারীদের শরীরে বিষক্রিয়ার উপসর্গ দেখা গিয়েছ।

প্রতিবেদনে এও বলা হয়েছে, আব্রামোভিচ এবং ইউক্রেনের আলোচনা দলের অন্তত দুই সিনিয়র সদস্যের শরীরে এই লক্ষণ দেখা গিয়েছে। এঁদে মধ্যে রযেছেন ক্রিমিয়ান তাতারের আইনপ্রণেতা রুস্তেম উমের। রাশিয়ান ওই অভিজাত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনায দাঁড়ি টানতে উদ্যত ছিলেন। দুই দেশের মধ্যে আলোচনায় সহায়তা করার জন্য ইউক্রেনের অনুরোধ গ্রহণ করেছিলেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আক্রান্তদের চোখ লাল হয়ে গিয়েছে এবং তাদের মুখ ও হাতের চামড়া উঠছ। তবে তাঁদের চিকৎসা শুরু হয়েছে। আব্রামোভিচ এবং ইউক্রেনীয় আলোচকদের স্বাস্থ্য আগের থেকে উন্নত হয়েছে।তাঁরা বর্তমানে বিপদমুক্ত।