Ukraine War: যুদ্ধ শুরু করেই পুতিনের বার্তা ‘আত্মসমর্পণ করো ইউক্রেন’

মস্কো থেকে ভয়াবহ হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। প্রতিবেশি দেশ ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেই তাঁর বার্তা আত্মসমর্পণ করো তোমরা। এদিকে সরকারিভাবে রুশ অভিযান…

Russia-Ukraine Crisis

মস্কো থেকে ভয়াবহ হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। প্রতিবেশি দেশ ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেই তাঁর বার্তা আত্মসমর্পণ করো তোমরা। এদিকে সরকারিভাবে রুশ অভিযান শুরু হতেই বিশ্ব জুড়ে চাঞ্চল্য। (Ukraine War)

এর আগে অস্ট্রেলিয়ার সরকার স্পষ্ট জানায় এদিনই হামলা করবে রাশিয়া। এই বার্তার পরেই ইউক্রেন সরকার নিজেদের রক্ষা করতে আরও ততপর হয়।

কার্যত দেখা যাচ্ছে রাশিয়ার পদক্ষেপ নিয়ে বারবার মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ তথ্য মিলছে কম। ইউক্রেন সংকটে প্রথমে জার্মানির গোয়েন্দা বিভাগ বলেছিল হামলার কথা। তখন হামলার বিষয়টি উডিয়ে দেয় ওয়াশিংটন। তবে সাইবার হামলা হয় ইউক্রেনে।

এবার অস্ট্রেলিয়া সরকার বলেছিল রুশ হামলার নির্দেশ সময়। সেই সময়েই সামরিক অভিযান শুরু করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

রুশ প্রেসিডেন্ট পুতিনের বক্তব্য, ইউক্রেন তাদের হুমকি দিয়েছে। তার বিরুদ্ধে “নিরস্ত্রীকরণ”-এ লক্ষ্যেই এই অভিযান। যদিও ইউক্রেনের তরফে হুমকির কথা অস্বীকার করা হয়েছে।

এদিকে, রাশিয়ার পরিকল্পিত আগ্রাসনের শান্তিপূ্ণ সমাধানে বুধবার রাতে জরুরি বৈঠক ডাকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে মহাসচিব গুতেরেস পুতিনের উদ্দেশ্যে বলেন, “আপনার সৈন্যদের ইউক্রেন আক্রমণ করা থেকে বিরত করুন।” কিন্তু তাতে ফল কিছু হয়নি। সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয় রাশিয়া।