যুদ্ধ চলাকালীনই রাতারাতি ড্রোন হামলা ইউক্রেনের, অভিযোগ রাশিয়ার

ইউক্রেন মস্কো এবং অন্যান্য রাশিয়ান অঞ্চলকে লক্ষ্য করে রাতারাতি ড্রোন হামলা চালায় (Ukraine Drone Attack) বলে অভিযোগ করেছেন রাশিয়ার কর্মকর্তারা। ঘটনাটি ঘটেছে রবিবার। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে একটি পোস্টে জানিয়েছেন যে মস্কোর দিকে উড়ন্ত একটি ড্রোন রাশিয়ার রাজধানীকে ঘিরে থাকা অঞ্চলকে ধ্বংস করে দিয়েছে।

ভারতের সঙ্গে ‘গরম’, এবার মালদ্বীপে ‘অভুত্থানে’ বেকায়দায় মইজ্জু

   

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমে ব্রায়ানস্কের সীমান্ত অঞ্চলে অন্তত ১২টি উক্রেনের ড্রোন ধ্বংস করল রাশিয়া। রবিবার এই খবরটি টেলিগ্রামে নিশ্চিত করেছেন এই অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ।

চিনের Alipay-Paypal শিশু! অনলাইন লেনদেনে বিশ্বের মধ্যে সেরা ভারতের UPI

কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি স্মিরনভ টেলিগ্রামে জানিয়েছেন যে তাঁরা দুটি চালকবিহীন হামলার গাড়ি দেখতে পেলে সেগুলিকে ভূপাতিত করা হয়। এগুলোও উক্রেন থেকে এসেছে বলে সন্দেহ করেছেন তিনি। তাঁর আরও অভিযোগ যে যুদ্ধের সময়, এই এলাকায় ইউক্রেন আংশিকভাবে অনুপ্রবেশ করে সেটি দখল করেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলাগুলির ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানাচ্ছেন কর্মকর্তারা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন