EARTHQUAKE: একবার নয় চারবার কম্পন! নেপালে হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারত।তবে একবার-দুবার নয় চারবার কেঁপে উঠল মাটি।কম্পন এতটাই তীব্র ছিল যে, সাধারণ মানুষ ঘর-বাড়ি ও অফিস-আদালত ছেড়ে রাস্তায় নেমে আসে।ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালে। সেখানে মাত্র আধঘন্টার মধ্যে চারবার ভূমিকম্প হয়। সেই দেশে ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাড়ির দেওয়াল ধসে পড়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়, চতুর্থ ভূমিকম্পের তীব্রতা ছিল সবথেকে বেশি। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.২। 

নেপালে প্রথম ভূমিকম্প হয় দুপুর ২.৪৫ মিনিটে। যার তীব্রতা ৫.৩। এরপর ৩ টে ৬ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প হয়। যার তীব্রতা ৬.২।

   

নেপালে যেখানে ভূমিকম্পটির উৎসস্থল সেখান থেকে কাঠমান্ডু প্রায় ৪৬০ কিলোমিটার দূরে অবস্থিত। নেপালের পশ্চিমাঞ্চলীয় জেলা যেমন কৈলালি, কাঞ্চনপুর, লুম্বিনীতেও এর প্রভাব পড়ে।একাধিক বাড়ি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। ধস নেমেছে কোনও কোনও এলাকায়। দুই জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ছাত্র ছিলেন, যিনি আতঙ্কিত হয়ে একটি দোতলা বিল্ডিং থেকে লাফ দিয়েছিলেন।নেপালের স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাজহাং জেলার পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে।

এদিকে, দিল্লি পুলিশ দিল্লির জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। X(পূর্বে টুইটার)-এর একটি পোস্টে পুলিশ জনগণের উদ্দেশ্যে বলেছেন যে, “আমরা আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন। অনুগ্রহ করে আপনার বিল্ডিং থেকে নিরাপদ স্থানে চলে আসুন, তবে আতঙ্কিত হবেন না। লিফট ব্যবহার করবেন না! যেকোন জরুরি সাহায্যের জন্য, 112 ডায়াল করুন”।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন