পূরণ হল না ট্রাম্পের আশা! নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর কি বলল হোয়াইট হাউস?

ওয়াশিংটন: ভারত-পাকিস্তান সহ বিশ্বের সাত সাতটি যুদ্ধ বন্ধ করার কৃতিত্বে নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) দাবী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমনকি…

ওয়াশিংটন: ভারত-পাকিস্তান সহ বিশ্বের সাত সাতটি যুদ্ধ বন্ধ করার কৃতিত্বে নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) দাবী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমনকি পুরস্কার ঘোষণার ঠিক আগের দিন দীর্ঘ-দু বছর ধরে চলা গাজায় গণহত্যা ও ইজরায়েল-প্যালেস্তাইন শান্তি পরিকল্পনার বিষয়েও প্রথম পর্যায়ের ‘সুখবর’ ঘোষণা করেছিলেন তিনি। তা সত্ত্বেও ২০২৫-এর নোবেল শান্তি পুরস্কার অধরাই থেকে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)।

Advertisements

একনায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনকারী ও গণতন্ত্র রক্ষার্থে গর্জে ওঠা ভেনিজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো (Maria Corina Machado) ভূষিত হলেন ২০২৫ নোবেল শান্তি পুরস্কারে। এই নিয়ে কি প্রতিক্রিয়া জানালো হোয়াইট হাউস? সূত্রের খবর, হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, “এবারেও শান্তির পরিবর্তে রাজনীতিই জিতল”!

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের তরফে এক্সে পোস্ট করা হয়েছে, “রাষ্ট্রপতি ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধের অবসান এবং জীবন বাঁচানো অব্যাহত রাখবেন। তাঁর মধ্যে একজন মানবতাবাদী হৃদয় রয়েছে এবং তাঁর মত ইচ্ছাশক্তির জোরে পাহাড় কাঁপানোর ক্ষমতা আর কারোর নেই”।

ট্রাম্প শান্তি পুরস্কার না জেতায় পুতিনের প্রতিক্রিয়া

শুক্রবার ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার প্রদানে নরওয়েজিয়ান কমিটির সিদ্ধান্তের সমালোচনা করেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তিনি বলেন, এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে নোবেল কমিটি শান্তির জন্য কিছুই করেনি এমন ব্যক্তিদের শান্তি পুরস্কার দিয়েছে।

“নোবেল শান্তি পুরস্কারের মর্যাদা মূলত হারিয়ে গেছে”। পুতিন আরও বলেন, “বিশ্বের শান্তির জন্য ডোনাল্ড ট্রাম্প উল্লেখযোগ্য কাজ করেছেন।” সম্প্রতি গাজা-যুদ্ধবিরতির প্রশংসা করে পুতিন বলেন, “সম্প্রতি মধ্যপ্রাচ্যের ঘটনা তার অন্যতম উদাহরণ”। তবে ট্রাম্পই এই পুরস্কার পাওয়ার মূল দাবীদার কিনা সেই প্রসঙ্গে কোনও সদুত্তর দেননি পুতিন।