‘করতে হলে করব…’ ভারতের উপর দ্বিতীয় পর্যায়ের শুল্ক নিয়ে কী বললেন ট্রাম্প

আলাস্কা: ভারত-আমেরিকা সম্পর্কের টানাপোড়েনের আবহে আলাস্কার মাটিতে ইতিহাস রচনা করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক। শুক্রবার প্রায় তিন ঘণ্টার সেই…

Trump On Imposing Secondary Tariffs On India

আলাস্কা: ভারত-আমেরিকা সম্পর্কের টানাপোড়েনের আবহে আলাস্কার মাটিতে ইতিহাস রচনা করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক। শুক্রবার প্রায় তিন ঘণ্টার সেই শীর্ষ বৈঠকের পর ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে চলা দেশগুলোর উপর—যার মধ্যে ভারতও রয়েছে—অতিরিক্ত ‘সেকেন্ডারি ট্যারিফ’ আপাতত চাপানো হবে না। ফলে ভারতের জন্য বড় স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে।

ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা

সম্প্রতি রাশিয়ার কাছ থেকে তেল আমদানির কারণে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিল মার্কিন প্রশাসন। যা বিশ্বের অন্যতম উচ্চতম শুল্ক হার। ট্রাম্প শুধু তাই নয়, ভারতের অর্থনীতিকে “মৃত” বলে কটাক্ষও করেছিলেন। দিল্লি পাল্টা জানিয়েছিল, এ ধরনের শুল্ক অন্যায্য ও অযৌক্তিক। সেই আবহেই ট্রাম্পের নতুন অবস্থানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

   

আলাস্কার পথে এয়ার ফোর্স ওয়ানে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “রাশিয়া একটা বড় ক্রেতা হারাল, সেটা ভারত। আগে তারা রাশিয়া থেকে প্রায় ৪০ শতাংশ তেল কিনছিল। যদি আমি সেকেন্ডারি স্যাংশন বা ট্যারিফ চাপাতাম, সেটা রাশিয়ার জন্য ভীষণ ক্ষতিকর হত। কিন্তু হয়তো সেটা করতে হবে না।” তবে ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ট্রাম্পের শুল্ক আরোপ সত্ত্বেও রুশ তেল আমদানিতে কোনও বিরতি হয়নি।

বৈঠকটি “খুব ভাল” হয়েছে Trump On Imposing Secondary Tariffs On India

আলাস্কার যৌথ সামরিক ঘাঁটি এলমেনডর্ফ-রিচার্ডসনে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর ফের প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আজকের বৈঠকের পরে এখনই ভাবার দরকার নেই। হয়তো দুই-তিন সপ্তাহ পরে ভাবতে হবে, কিন্তু এখনই নয়।” তাঁর দাবি, বৈঠকটি “খুব ভাল” হয়েছে।

তবে ট্রাম্প-পুতিন বৈঠক ইউক্রেন যুদ্ধের সমাধান বা বিরতি আনতে পারেনি। দু’পক্ষই বৈঠককে ফলপ্রসূ বললেও বাস্তবিক কোনও সমঝোতায় পৌঁছনো যায়নি। এর আগেই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করেছিলেন, যদি আলাস্কার বৈঠক ভেস্তে যায়, তবে রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের উপর আরও কড়া সেকেন্ডারি স্যাংশন জারি হতে পারত।

Advertisements

বিশ্লেষকদের মতে, আপাতত চাপ কমলেও বিষয়টি ঝুলে রইল আগামী কয়েক সপ্তাহের জন্য। ট্রাম্প নিজেই জানিয়েছেন, প্রয়োজনে তিনি আবারও নতুন পদক্ষেপ নিতে পারেন। ফলে রুশ তেল আমদানির খাতিরে ভারত-আমেরিকা সম্পর্কের কূটনৈতিক রসায়ন এখনও পরীক্ষার মুখেই দাঁড়িয়ে।

 

World: Following a historic meeting with Vladimir Putin in Alaska, President Trump indicated the U.S. will not impose new secondary tariffs on countries, including India, for importing Russian oil. The move provides significant relief to India, which had been facing high tariffs and criticism from the Trump administration over its trade with Russia.