ওষুধে ১০০% শুল্ক ঘোষণা ট্রাম্পের, চাপে ভারতীয় ফার্মা রফতানি

Trump Declares India Is Reducing Russian Oil Supplies Completely
Trump Declares India Is Reducing Russian Oil Supplies Completely

ওয়াশিংটন: আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফের এক ঝটকা দিলেন বৈশ্বিক বাজারকে। বৃহস্পতিবার তিনি ঘোষণা করলেন, আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে আমদানি শুল্কের নতুন অধ্যায়। ওষুধ থেকে শুরু করে রান্নাঘরের ক্যাবিনেট, আসবাবপত্র কিংবা ভারী ট্রাক—সব ক্ষেত্রেই বসছে অতিরিক্ত কর। লক্ষ্য একটাই: বিদেশি প্রযোজকদের চাপে ভেঙে পড়া আমেরিকার নিজস্ব শিল্পকে রক্ষা করা।

ওষুধ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক

ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফার্মাসিউটিক্যাল ওষুধ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যদি না সংশ্লিষ্ট সংস্থাগুলি আমেরিকার ভিতরেই কারখানা গড়ে তোলে। একইসঙ্গে রান্নাঘরের ক্যাবিনেট ও বাথরুম ভ্যানিটিতে ৫০ শতাংশ, আসবাবপত্রে ৩০ শতাংশ এবং ভারী ট্রাকে ২৫ শতাংশ কর ধার্য করার ঘোষণা করেছেন তিনি।

   

রাষ্ট্রপতির ব্যাখ্যা, বিদেশি উৎপাদনকারীরা আমেরিকার বাজারে দাপট দেখাচ্ছে এবং দেশীয় শিল্পকে কোণঠাসা করছে। তাঁর বক্তব্য, “আসবাবপত্র ও ক্যাবিনেট আমদানিতে বাজার ভরে যাচ্ছে। ভারী ট্রাক আর যন্ত্রাংশ আমাদের নিজস্ব উৎপাদনকে আঘাত করছে। জাতীয় নিরাপত্তা ও শিল্প রক্ষার জন্যই এই শুল্ক অপরিহার্য।”

ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা Trump New Import Tariffs

এমন সিদ্ধান্ত যে বিতর্ক উস্কে দেবে, তা অনুমেয়। সমালোচকদের মতে, লাগাতার শুল্ক আরোপ ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা বাড়াবে, মুদ্রাস্ফীতি তীব্র করতে পারে এবং ভোক্তাদের উপর অতিরিক্ত বোঝা চাপাবে। যে সব সংস্থা ইতিমধ্যেই পূর্ববর্তী করনীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হিমশিম খাচ্ছে, তাদের সামনে এবার আরও কঠিন সময় আসছে।

কিন্তু ট্রাম্প তাঁর অবস্থানে অনড়। “আমরা আমেরিকান চাকরি ও কারখানা রক্ষা করছি। নিয়ম খুবই সহজ—যদি এখানে বিক্রি করতে চাও, তবে এখানেই তৈরি করতে হবে,” সোজাসাপ্টা ঘোষণা তাঁর।

বিশ্বজুড়ে এখন প্রশ্ন একটাই—ট্রাম্পের এই নতুন শুল্ক যুদ্ধ কি আমেরিকার শিল্পকে রক্ষা করবে, নাকি বৈশ্বিক বাণিজ্যে আরও অস্থিরতা ডেকে আনবে? আপাতত মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তে কাঁপছে আন্তর্জাতিক বাজার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন