‘মোদী জানতেন আমি খুশি নই’, ভারতে নতুন শুল্কের ইঙ্গিত ট্রাম্পের! কিন্তু কেন?

Trump India tariffs

ওয়াশিংটন: রাশিয়ার তেল আমদানি নিয়ে ফের চাপ বাড়াল ওয়াশিংটন। ভারতকে লক্ষ্য করে নতুন করে শুল্ক আরোপের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “খুব ভালো মানুষ”, কিন্তু তিনি জানতেন যে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তিনি অসন্তুষ্ট। প্রয়োজনে খুব দ্রুত ভারতের উপর শুল্ক বাড়ানো যেতে পারে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেন ট্রাম্প।

মোদী জানতেন আমি খুশি নই

মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, “মোদী জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ ছিল। তারা বাণিজ্য করে, আর আমরা চাইলে খুব দ্রুত তাদের উপর শুল্ক বাড়াতে পারি।” এই মন্তব্যেই স্পষ্ট, রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের অবস্থানকে এখনও মেনে নিতে প্রস্তুত নয় ট্রাম্প প্রশাসন।

   

উল্লেখ্য, গত বছরই ভারতীয় পণ্যের উপর ট্রাম্প প্রশাসন একের পর এক কঠোর শুল্ক চাপিয়েছিল। ‘রিসিপ্রোকাল ট্যারিফ’-এর নামে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি, রাশিয়ার তেল আমদানির জন্য আরও ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা বসানো হয়। ফলে কিছু পণ্যে মোট শুল্কের হার পৌঁছেছিল ৫০ শতাংশে। সেই সিদ্ধান্তের জেরেই নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কের মধ্যে স্পষ্ট শীতলতা দেখা দেয়।

বরফ গলানোর চেষ্টা Trump India tariffs

তবু সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বরফ গলানোর চেষ্টা চলছিল। কয়েক সপ্তাহ আগেই ফোনে কথা হয় ট্রাম্প ও মোদীর। সেই কথোপকথনে শুল্কসংক্রান্ত মতভেদ সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে জোর দেন দুই নেতা। তাৎপর্যপূর্ণভাবে, সেই দিনই ভারত ও আমেরিকার প্রতিনিধিরা নতুন দফার বাণিজ্য আলোচনায় বসেন, যার লক্ষ্য ছিল দীর্ঘদিনের শুল্ক-অচলাবস্থা কাটানো।

তবে বিতর্ক এখানেই থামেনি। ফোনালাপের কয়েক দিন আগেই ট্রাম্প ভারতীয় চাল আমদানির প্রশ্নে নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন। হোয়াইট হাউসের এক রাউন্ডটেবিল বৈঠকে এক মার্কিন কৃষক প্রতিনিধি অভিযোগ করেন, ভারত, চিন ও থাইল্যান্ড আমেরিকায় চাল ‘ডাম্পিং’ করছে। সেই প্রসঙ্গে ট্রাম্প প্রশ্ন তোলেন, “ভারতকে এটা করতে দেওয়া হচ্ছে কেন? ওদের কি চালের ক্ষেত্রে কোনও ছাড় আছে?”

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা

তৎকালীন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তির আলোচনা চলছে। তার পরও ট্রাম্প মন্তব্য করেন, “ওদের এটা করা উচিত নয়। আমরা এটা মিটিয়ে নেব। শুল্ক দুই মিনিটে সমস্যার সমাধান করে।”

বর্তমানে ভারত-আমেরিকার শুল্ক আলোচনা কার্যত থমকে রয়েছে। ওয়াশিংটন জোর দিচ্ছে মার্কিন কৃষিপণ্য-বিশেষত কৃষি ও দুগ্ধজাত পণ্যের উপর ভারতীয় শুল্ক কমানোর জন্য। কিন্তু নয়াদিল্লি অনড়। দেশের কৃষক ও দুগ্ধখাতের স্বার্থে কোনও আপস করতে রাজি নয় ভারত সরকার।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার তেল, কৃষিপণ্য ও শুল্ক, এই তিনটি ইস্যু মিলিয়ে ভারত-আমেরিকা সম্পর্কের সামনে ফের এক কঠিন কূটনৈতিক পরীক্ষা হাজির হল। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সেই উত্তেজনাকেই নতুন করে উসকে দিল বলেই মনে করা হচ্ছে।

World: President Donald Trump warns PM Modi of fresh tariffs if India continues Russian oil imports. Amid stagnant trade talks and rice dumping allegations, the US may hike duties past 50%. Get the latest on the high-stakes US-India economic standoff here.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন