রুশ তেল রপ্তানি ইস্যুতে ভারতকে নিশানা, ট্রাম্পের মন্তব্য, ‘ওদের অর্থনীতি ভাল নেই’

ওয়াশিংটন: মস্কোর অর্থনীতিকে কটাক্ষ করে ফের সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (স্থানীয় সময়) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রুশ তেল কেনার জন্য ভারতের…

Trump India Russia Tariff

ওয়াশিংটন: মস্কোর অর্থনীতিকে কটাক্ষ করে ফের সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (স্থানীয় সময়) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রুশ তেল কেনার জন্য ভারতের উপর ৫০% শুল্ক চাপানোর সিদ্ধান্ত রাশিয়ার জন্য “বড় ধাক্কা”। এর আগে তিনি রাশিয়ার অর্থনীতিকে “মৃত” বলে কটাক্ষ করেছিলেন (Trump India Russia Tariff)।

ট্রাম্প বলেন, “এতে শেষ নয়। আমি আরও বড় পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু হঠাৎ ফোন আসে—পুতিন বৈঠক করতে চান। তাই দেখতে চাই, তাঁরা আসলে কী বিষয়ে আলোচনা করতে চান।” তিনি জানান, ১৫ অগাস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হবে।

   

ভারত-আমেরিকা বাণিজ্য উত্তেজনা

গত মাসে ট্রাম্প প্রথমে ভারতের উপর ২৫% শুল্ক ঘোষণা করেন। পরে রুশ তেল আমদানির সিদ্ধান্তে অনড় থাকার কারণে ভারতের রপ্তানির উপর আরও ২৫% শুল্ক চাপান। তবে বিশ্বের বৃহত্তম রুশ তেল আমদানিকারী দেশ চীনের উপর কোনও নতুন শুল্ক আরোপ করেননি তিনি।

নয়াদিল্লি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এই শুল্ককে “অন্যায্য ও অযৌক্তিক” বলে অভিহিত করে। কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রক মার্কিন-ইউরোপীয় দ্বিচারিতা তুলে ধরে জানায়, রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখে আমেরিকা এখনও তার পারমাণবিক শিল্পের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড আমদানি করছে।

Advertisements

বাণিজ্যিক আলোচনা স্থগিত

যখন সাংবাদিকরা ভারতের এই প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্পের কাছে প্রশ্ন রাখেন, তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। দেখে জানাব।” পরে তিনি স্পষ্ট জানান, রুশ তেল ইস্যুতে ভারতের অবস্থান “সমাধান” না হওয়া পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক আলোচনাও স্থগিত থাকবে।

সব মিলিয়ে, রুশ তেল ইস্যুতে ট্রাম্পের কড়া অবস্থান, ভারতের প্রতিবাদ এবং পুতিনের সঙ্গে আসন্ন বৈঠক — তিনেই আন্তর্জাতিক কূটনীতির আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News